Saksham Scholarship: সরকারি ওয়েবসাইটে আবেদন করলেই ৫০ হাজার টাকা স্কলারশিপ, ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুযোগ

Saksham Scholarship-এ আবেদন করলে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষালাভের জন্য বার্ষিক ৫০,০০০ টাকার স্কলারশিপ পেতে পারেন। আবেদনের জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলির প্রয়োজন।

বিভিন্ন আর্থিক জটিলতার মধ্যে পড়ার কারণে বহু ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়েন। এর ফলে তাঁদের পড়াশোনা চালিয়ে যেতে অনেক অসুবিধা ভোগ করতে হয়। সেই সমস্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে সরকার আর্থিক সহায়তা করে থাকে কেন্দ্র সরকার। তার মধ্যে একটি জনপ্রিয় স্কলারশিপ হল সক্ষম স্কলারশিপ (Saksham Scholarship)।

-
Saksham Scholarship-এ আবেদন করলে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষালাভের জন্য বার্ষিক ৫০,০০০ টাকার স্কলারশিপ পেতে পারেন। আবেদনের জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলির প্রয়োজন।


আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার নিচে হতে হবে।

Latest Videos


এই বৃত্তি পাওয়ার জন্য পড়ুয়াদের All India Council of Technical Education অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।


প্রযুক্তি শিক্ষা (Technical Education) বিষয়ে পলিটেকনিক ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং স্নাতক (BE/B.Tech.) কোর্সের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।


সক্ষম স্কলারশিপে শুধুমাত্র প্রতিবন্ধী (Physically Challenged) পড়ুয়ারাই আবেদন করতে পারবেন।


আবেদনকারীর প্রতিবন্ধকতার পরিমাণ ৪০ শতাংশের বেশি হতে হবে।


প্রয়োজনীয় নথিপত্র

আইটিআই অথবা মাধ্যমিক পাশ করার মার্কশিট।

ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট।

প্রতিবন্ধকতার সার্টিফিকেট।

আধার কার্ড অথবা ভোটার কার্ড।

আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট।

পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।

পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ।

আবেদন প্রক্রিয়া

এই scholarship আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে NSP (National Scholarship Portal). এর official website-এ যেতে হবে।

https://www.aicte-pragati-saksham-gov.in/ -এই ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে registration করতে হবে।

এরপর ID password দিয়ে login করে Apply Now এ click করলেই আবেদন পত্রটি open হবে।

প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় documents uploaded করতে হবে।

সবশেষে applicationটি submitted করতে হবে।

বৃত্তির পরিমাণ

ছাত্রছাত্রীদের প্রত্যেক বছর পড়াশোনার খরচ এবং প্রতিবন্ধকতার সরঞ্জাম কেনার জন্য ৫০,০০০ টাকা পর্যন্ত Scholarship দেওয়া হয়ে থাকে।

Tuition fee হিসাবে ৩০,০০০/- টাকা এবং তার সঙ্গে প্রত্যেক বছর ১০ মাসের জন্য প্রতি মাসে ২ হাজার টাকা করে দেওয়া হয়।

প্রতিযোগিতামূলক পরীক্ষার আবেদনের জন্য Laptop বা Desktop অথবা যানবাহন কিংবা অন্যান্য সরঞ্জাম কিনতে পারে।

Diploma course-এর পড়ুয়ারা ৩ বছর ও degree course-এর পড়ুয়ারা ৪ বছর এই scholarship পেতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২০২৩-২৪ শিক্ষাবর্ষে Saksham Scholarship আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাসে এবং আবেদন চলবে ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today