DA Hike: মার্চে বাড়বে বেতন! সোমবারেই DA বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার

Published : Mar 07, 2025, 09:32 AM IST

কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য সুখবর। আগামী সপ্তাহেই DA বৃদ্ধি করার ব্যাপারে বড় কোনো ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। ফলে চলতি মাসেই মোটা টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কত হাতে পাবেন তাঁরা?

PREV
115

হোলির আগে উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার।

215

উপহার মানে ডিএ এবং ডিআর বৃদ্ধি। গত বছর হোলির আগে এ ব্যাপারে ঘোষণা করা হয়েছিল।

415

এই ঘোষণা করা হতে পারে সপ্তম বেতন কমিশনের আওতায়।

515

সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ কত শতাংশ বাড়তে পারে?

615

এখনই নিশ্চিতভাবে কিছু বলা হলেও, ৩% বাড়ানো হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ডিএ বৃদ্ধির হার যদি ৩% বাড়ে, তাহলে মোট ডিএ হবে ৫৬%।

715

বর্তমানে ডিএ ৫৩ শতাংশে রয়েছে। সরকারের ডিএ, ডিআর বৃদ্ধির ঘোষণার ফলে ১ কোটিরও বেশি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন।

815

ডিএ কতো শতাংশ বাড়বে, সেটা নির্ভর করছে AICPI-IW সূচকের ওপর।

915

এদিকে অষ্টম বেতন কমিশন গঠন করার ব্যাপারেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

1015

সামনের বছরের শুরুর দিকেই হয়তো কেন্দ্র সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে। তারপর অষ্টম বেতন কমিশনের আওতায় সিদ্ধান্ত গ্রহণ।

1115

তার আগেই সপ্তম পে কমিশন, আগামী সপ্তাহে রয়েছে বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা।

1215

কর্মচারী সংগঠনগুলির মতে, এবার মহার্ঘ্য ভাতা ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এর ফলে কর্মীদের বেতন প্রতি মাসে ৫৪০ টাকা থেকে ৭২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

1315

যদি একজন সরকারি কর্মচারীর মূল বেতন ১৮,০০০ টাকা হয়, তাহলে বর্তমানে তিনি ৫০ শতাংশ ডিএ-র অধীনে ৯,০০০ টাকা পাচ্ছেন।

1415

যদি ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে নতুন মহার্ঘ্য ভাতা হবে ৯,৫৪০ টাকা, অর্থাৎ তিনি ৫৪০ টাকা বেশি পাবেন।

1515

একই সময়ে, ৪% ডিএ বৃদ্ধির পর, নতুন মহার্ঘ্য ভাতা হবে ৯,৭২০ টাকা, যা ৭২০ টাকা বেশি দেবে।

click me!

Recommended Stories