প্রভিডেন্ট ফান্ডের পার্সোনাল ইনফরমেশন বা ব্যক্তিগত তথ্য আপডেট সংক্রান্ত নিয়মে এল বড় বদল। এই বদল আনল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।
নতুন নিয়মে কর্মীরা নিজেদের ডেটা নিজেরাই পরিবর্তন করতে পারবেন। আজ প্রয়োজন নেই কারও সাহায্যের।
এবার জেনে নিন কীভাবে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট আপডে় করবেন। রইল সহজ পদ্ধতির হদিশ।
সবার আগে আপনি EPFO-র ইউনিফায়েড মেম্বার পোর্টালে যান।
সেখানে গিয়ে UAN নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করুন।
লগ ইন সফল হলে খুলে যাবে ড্যাশবোর্ড। সেখানেই পাবেন ম্যানেজ অপশন।
ম্যানেজ অপশনের পর সেখানে গিয়ে Modify Basic Details -এ ক্লিক করুন।
এরপর নিজের ব্যক্তিগত তথ্য় দিতে পারেন। তা ভর্তি করে জমা দিতে হবে।
প্রোফাইল আপডেটেশন সেকশনে গিয়েই Track Request অপশন গিয়ে আপডেটেশন প্রক্রিয়ার অবস্থা সম্পর্কে জানতে পারবেন।
মেনে চলুন এই সকল সহজ পদ্ধতি। এই স্টেপগুলো ফলো করলে আপনি সহজে আপনার ব্যক্তিগত তথ্য বদল করতে পারবেন। আজ ঝক্কির কোনও প্রয়োজন হবে না।
Sayanita Chakraborty