বদল হল PF-র নিয়ম, নিয়োগকর্তার অনুমোদন ছাড়াই করা যাবে এই সকল পরিবর্তন, দেখে নিন এক ঝলকে

Published : Mar 06, 2025, 04:21 PM IST

কর্মীরা এখন নিজেরাই প্রভিডেন্ট ফান্ডের ব্যক্তিগত তথ্য আপডেট করতে পারবেন। EPFO পোর্টালে লগ ইন করে 'ম্যানেজ' অপশনের মাধ্যমে সহজেই তথ্য পরিবর্তন করুন এবং 'Track Request' অপশনে আপডেটের অবস্থা জানুন।

PREV
110

প্রভিডেন্ট ফান্ডের পার্সোনাল ইনফরমেশন বা ব্যক্তিগত তথ্য আপডেট সংক্রান্ত নিয়মে এল বড় বদল। এই বদল আনল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।

210

নতুন নিয়মে কর্মীরা নিজেদের ডেটা নিজেরাই পরিবর্তন করতে পারবেন। আজ প্রয়োজন নেই কারও সাহায্যের।

410

সবার আগে আপনি EPFO-র ইউনিফায়েড মেম্বার পোর্টালে যান।

510

সেখানে গিয়ে UAN নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করুন।

610

লগ ইন সফল হলে খুলে যাবে ড্যাশবোর্ড। সেখানেই পাবেন ম্যানেজ অপশন।

710

ম্যানেজ অপশনের পর সেখানে গিয়ে Modify Basic Details -এ ক্লিক করুন।

810

এরপর নিজের ব্যক্তিগত তথ্য় দিতে পারেন। তা ভর্তি করে জমা দিতে হবে।

910

প্রোফাইল আপডেটেশন সেকশনে গিয়েই Track Request অপশন গিয়ে আপডেটেশন প্রক্রিয়ার অবস্থা সম্পর্কে জানতে পারবেন।

1010

মেনে চলুন এই সকল সহজ পদ্ধতি। এই স্টেপগুলো ফলো করলে আপনি সহজে আপনার ব্যক্তিগত তথ্য বদল করতে পারবেন। আজ ঝক্কির কোনও প্রয়োজন হবে না।

click me!

Recommended Stories