দারুণ খবর, এক ধাক্কায় ১১,৯০০ টাকা বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের! কবে মিলবে টাকা?

Published : May 22, 2025, 10:59 AM IST

Salary Hike: রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পেয়েছে। কিছু কর্মীর বেতন ১৭,৮২০ থেকে বেড়ে ২৫,০০০ টাকা এবং কিছু কর্মীর বেতন ১৩,১০০ থেকে বেড়ে ২৫,০০০ টাকা হয়েছে। অবসরের বয়স ৫৮ থেকে ৫৯ করার বিষয়েও আলোচনা চলছে।

PREV
110

রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে সদ্য একটি মন্ত্রিসভার বৈঠক হয়। আর সেখানে গৃহীত সিদ্ধান্ত হাসি ফুটল রাজ্য সরকারি কর্মীদের মুখে।

210

এবার রাজ্যের কিছু কর্মীদের এক ধাক্কায় ১১,৯০০ টাকা পর্যন্ত বাড়বে বেতন (Salary Hike)। শীঘ্রই মিলবে এই টাকা।

310

কিছু কর্মীদের বেতন ১৭,৮২০ থেকে বাড়িয়ে ২৫ হাজার করা হল। তেমনই কিছু কর্মীদের বেতন ১৩,১০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫ হাজার টাকা।

410

এরই সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়স (Retirement Age) বৃদ্ধি নিয়ে চলছে আলোচনা। কর্মীদের অবসররে বয়স ৫৮ থেকে বাড়িয়ে ৫৯ করার আলোচনা চলছে।

510

তবে, এখনও অবসরের বয়স বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। জানা যাচ্ছে, এই বিষয়টি এখন আলোচনা স্তরে।

610

সে যাই হোক, আপাতত বাড়ল রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) বেতন। এক ধাক্কায় ১১,৯০০ টাকা বেতন বাড়াল সরকার।

710

শোনা যাচ্ছে, আগামী মাসের বেতনের সঙ্গেই মিলতে পারে এই বাড়তি টাকা। তবে, ঠিক কবে অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে তা নিশ্চিত জানা যায়নি।

810

বর্তমানে কর্মীদের বেতন বাড়াল হিমাচল প্রদেশ সরকার। সেখানের রাজ্য সরকারি কর্মীরা (State Government Employees) এবার থেকে মাসে মাসে পাবেন বাড়তি টাকা।

910

বেতন বাড়ল অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টদের। তাদের বেতন ১৭.৮২০ থেকে বেড়ে হল ২৫ হাজার। তেমনই বেতন বাড়ল রেডিওগ্রাফার ও এক্স রে টেকনিশিয়ানদের। তাদের বেতন ১৩,১০০ থেকে বেড়ে হল ২৫ হাজার।

1010

সব মিলিয়ে খুশির খাওয়া কর্মীদের মধ্যে। রাজ্যের এই সকল কর্মীদের বেতন বেতন এক ধাক্কায় বেড়ে হল ২৫ হাজার টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories