- Home
- West Bengal
- Kolkata
- নবান্নের দারুণ ঘোষণা! ২৫% DA বৃদ্ধির আগেই বেতন বৃদ্ধির সুখবর পেলেন রাজ্যের কর্মীরা
নবান্নের দারুণ ঘোষণা! ২৫% DA বৃদ্ধির আগেই বেতন বৃদ্ধির সুখবর পেলেন রাজ্যের কর্মীরা
সুপ্রিম কোর্ট শেষপর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে দ্রুত বকেয়া ২৫% মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দিয়েছে। ফলে রীতিমত বেকায়দায় রাজ্য সরকার। একাধিক কঠিন চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সামনে। যদিও এরই মধ্যে সরকারি কর্মীদের জন্য সুখবর দিল নবান্ন।

২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের মোট ঋণের পরিমাণ নাকি রাজ্যের GDP-র প্রায় ৩৮ শতাংশে গিয়ে ঠেকতে পারে!
ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ ২৫% ডিএ দিতে গিয়ে রীতিমত বেকায়দায় রাজ্য সরকার। একাধিক কঠিন চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সামনে।
সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫% দিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে সরকারকে।
রাজ্যের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ২৫% ডিএ দিতে রাজ্য সরকারের খবর হবে প্রায় ১০ হাজার কোটি টাকা বা তারও বেশি টাকা।
এমনিতেই রাজ্যের (West Bengal) অর্থনীতিতে টালমাটাল অবস্থা। আর তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
বকেয়া DA নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ যেন আগুনে ঘি ঢালার মতো।
যদিও ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার আগেই আরেকটা সুখবর দিল নবান্ন।
রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কাদের টাকা বাড়ছে?
রাজ্যের বিভিন্ন দফতরে কর্মরত কর্মীদের জন্য বিরাট ঘোষণা করেছে রাজ্য সরকার। মূলত সকলের দৈনিক মজুরি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে।
আর এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি অবধি জারি করেছে শ্রম দফতর। শ্রম দফতরের নির্দেশিকা ঘিরে বহু কর্মীর মধ্যে খুশির হাওয়া বইছে।
রাজ্যের বিভিন্ন দফতরে কর্মরত অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার।
শ্রম দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সকলের এক ধাক্কায় ২২ টাকা মজুরি বৃদ্ধি করা হয়েছে।
এই টাকা বৃদ্ধির ফলে যেসব অস্থায়ী গ্ৰুপ সি, গ্রুপ-ডি ও অন্যান্য শ্রমিক লাভবান হবেন।

