বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার! একধাক্কায় ৫০০০ টাকা বাড়ল এই রাজ্য সরকারি কর্মীদের বেতন

Published : Mar 08, 2025, 07:05 PM IST

রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) বেতন বৃদ্ধির ঘোষণা করা হল। দোলের আগেই মিলল সেই সুখবর। এক ধাক্কায় ৫০০০ টাকা বেতন বাড়ানো হল সরকারি কর্মীদের। কারা পাবেন এই টাকা?

PREV
110

সরকারি চাকরির (Government Employees) বেশ কিছু সুবিধা রয়েছে। একাধিক ভাতা সহ, নির্দিষ্ট বেশ কিছু দিনে ছুটি পাওয়া যায়।

210

এবার যেমন একটি বিশেষ পদে কর্মরত রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) বেতন বৃদ্ধির ঘোষণা করা হল। দোলের আগেই মিলল সেই সুখবর।

410

বেশ কিছু ক্ষেত্রে বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর হতে সময় লেগেছে। তবে এবার আর দেরি হল না!

510

সম্প্রতি রাজ্য সরকারের (Government of Jharkhand) তরফ থেকে কর্মীদের বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।

610

স্বাস্থ্য বিভাগের মাল্টিপারপাস ওয়ার্কার তথা MPW-দের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

710

নির্বাচনের আগে সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার যেমন স্বাস্থ্য বিভাগের মাল্টিপারপাস ওয়ার্কারদের (MPW) বেতন বাড়ানো হল।

810

এতদিন তাঁরা মাসিক ২০,০০০ টাকা করে বেতন পেতেন। তবে এবার একধাক্কায় সেই অঙ্কটা আরও ৫০০০ টাকা বাড়িয়ে দেওয়া হল। অর্থাৎ এবার থেকে তাঁরা ২৫,০০০ টাকা করে মাসিক বেতন পাবেন।

910

নয়া হারে বেতন কবে থেকে কার্যকর হবে সেটাও ইতিমধ্যেই জানানো হয়েছে। গত বছর তথা ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত হারে বেতন পাবেন ওই কর্মীরা (Government Employees)।

1010

বকেয়া টাকাও তাঁদের দিয়ে দেবে ঝাড়খন্ড সরকার। রমজান ও দোল উৎসবের আবহে এই ঘোষণায় মুখে হাসি ফুটেছে ঝাড়খণ্ডের স্বাস্থ্য বিভাগের মাল্টিপারপাস ওয়ার্কারদের।

click me!

Recommended Stories