বেতন বৃদ্ধির সঙ্গে পদোন্নতি, জোড়া সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য, কবে লাগু হচ্ছে নিয়ম?

রাজ্য সরকারি কর্মীদের জন্য বেতন বৃদ্ধি ও পদোন্নতির সুযোগ আসছে। এপ্রিল মাস থেকে সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার ফলে কর্মীরা ও পেনশনভোগীরা উপকৃত হবেন। 

Sayanita Chakraborty | Published : Apr 5, 2025 8:02 AM
110

খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। এবার মিলল জোড়া সুখবর।

210

বহুদিন ধরে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি এবং ডিএ বৃদ্ধি নিয়ে চলছে বিস্তর জল্পনা। এরই মাঝে এল আরও এক সুখবর।

310

এবার বেতন বৃদ্ধির সঙ্গে হবে পদোন্নতি। ২০১৬ সাল থেকে কিছু কর্মীর পদোন্নতি আটকে আছে। এবার মিলবে সেই সুযোগ।

410

তেমনই জানা গিয়েছে, এপ্রিল থেকেই লাগু হবে সপ্তম বেতন কমিশন। এর দ্বারা উপকৃত হবেন সকল কর্মীরা।

510

বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন পান। কিন্তু, এপ্রিল থেকে সপ্তম বেতন কমিশন কার্যকর হবে।

610

তেমনই পেট্রোল এবং বাড়ি ভাড়া বাবদ বাড়তি টাকা মিলবে এই মাস থেকেই। সব মিলিয়ে অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা।

710

শুধু কর্মীরা নন সঙ্গে উপকৃত হবেন পেনশন ভোগীরাও। সপ্তম বেতন কমিশনের আওতায় মিলবে বাড়তি পেনশন।

810

রাজ্য সরকারি কর্মীদের এই সুবিধার কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।

910

চলতি মাসে বাড়তি বেতন থেকে পদোন্নতি হবে সবটাই।

1010

তবে, এই সুবিধা পাবেন মধ্যপ্রদেশের রাজ্যে সরকারি কর্মীরা। সেখানের কর্মীদের অ্যাকাউন্টে এপ্রিল থেকে ঢুকবে মোটা টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos