Today Gold Price: সোনার দামে বিরাট পতন, এক ধাক্কায় নামল ৫৫ হাজারের ঘরে! জানুন বড় আপডেট

Published : Apr 04, 2025, 01:29 PM IST

বিয়ে হোক কিংবা অন্য কোনও শুভকাজ ভারতীয়দের কাছে সোনার অন্য কোনও বিকল্প নেই। কিন্তু দিন যত যাচ্ছে এই সোনার দাম হয়ে যাচ্ছে আকাশছোঁয়া। ফলে সাধারণ মানুষের কাছে সোনা কেনা এখন হয়ে যাচ্ছে বিলাসিতার সমান। কবে কমবে সোনার দাম? বিস্তারিত জানতে পড়ুন…            

PREV
18
ভারতের বাজারে সোনার চাহিদা

যে কোনও শুভকাজে ভারতীয়রা সোনার জিনিসেই ভরসা রাখেন। ফলে বহু মূল্যবান এই ধাতুর চাহিদা দেশের বাজারে প্রচুর। এই অবস্থায় সোনার দাম অতিরিক্ত বেড়ে গেলে তা সাধারণ মানুষ বা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যায়। ফলে তখন মানুষষ সোনার প্রতি বিমুখ  হন। 

28
সোনার দাম বাড়ছে কেন?

সোনার দাম বৃদ্ধির পিছনে অনেক কারণ থাকতে পারে। যেমন, ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনীতি, মুদ্রাস্ফীতি, যুদ্ধ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বাণিজ্য সংক্রানন্ত এই বিষয়গুলি সোনার দাম বৃদ্ধির অন্যতম কারণ। এরফলে মানুষ সোনাতে বিনিয়োগ বেশি করছেন। 

38
সোনার দামের কত টাকা পতন হতে পারে?

বর্তমানে ভারতের বাজারে ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৯০ হাজার টাকা ছুঁয়েছে। আন্তর্জাতিক বাজারে তা ৩,১০০ ডলারেরও বেশি। এই অবস্থায় ভারতে সোনার দাামের পতন সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। ফলে দাম নেমে আসতে পারে ৫৫ হাজারের ঘরে। 

48
মিলস কী জানাচ্ছে

এই বিষয়ে আমেরিকান ফিনান্সিয়াল সার্ভিস ফার্মের মর্নিংস্টারের বিশ্লেষক জন মিলসের দাবি, সোনার দাম প্রতি আউন্সে ৩.০৮০  ডলার। যা আরো নামবে। যারফলে পতন হয়ে দাঁড়াবে ১,৮২০ ডলারে। 

58
সোনার দাম কমার কারণ

যতদিন যাচ্ছে ততই সাধারণ মানুষের কাছে প্রয়োজন হোক কিংবা শৌখিনতা। চাহিদা বাড়ছে সোনার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলা ভালো সোনার দাম আরও কমবে। তেমনটাই মিলেছে ইঙ্গিত। 

68
কমছে সোনার চাহিদা

জানা গিয়েছে দেশে ক্রমশ কমছে সোনার চাহিদা। এর অন্যতম কারণও হতে পারে প্রচুর পরিমাণে দাম বৃদ্ধি। এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা কিনেছিল ১০৪৫ টন। World Gold Counsil-এর সমীক্ষায় দেখা গিয়েছে যে, কেন্দ্রীয় ব্যাঙ্ক ৭১ শতাংশ সোনা মজুত রাখা কমাতে পারে। 

78
শীর্ষে সোনার দাম

২০২৪ সালে যেখানে সোনার দাম কিছুটা সাধ্যের মধ্যে ছিল। ২০২৫ সালে এসে তা ছাড়িয়ে গিয়েছে ৭০ হাজারের গণ্ডি। এই অবস্থায় সোনা কিনতে পিছুপা হচ্ছেন সাধারণ মানুষ। 

88
বিশ্ব বাজারে কমবে সোনার দাম

২০২৪ সালেও সোনার দাম ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, আগামী দুই বছরে সোনার দাম প্রতি ডলারে ৩,৫০০ আউন্সে পৌঁছতে পারে। শুধু তাই নয়, চলতি বছরের শেষে সোনার দাম ডলার প্রতি আউন্সে ৩,৩০০  টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। 

click me!

Recommended Stories