এক ধাক্কায় বেতন বাড়ছে ২৫,০০০ টাকা! বেসিক পে বেড়ে মোট এত টাকা পাবেন সরকারি কর্মচারিরা

বাড়ছে মূল বেতন। বাড়ছে পেনশনও। দুর্দান্ত খবর সরকারি কর্মীদের জন্য। একধাক্কায় তাঁদের বেতন বেড়ে যাচ্ছে ২৫ হাজার টাকা! কারা পাবেন এই সুখবর। রইল বিস্তারিত তথ্য।

Parna Sengupta | Published : Dec 10, 2024 12:31 PM
19

দুর্দান্ত খবর সরকারি কর্মীদের জন্য

29

জানুয়ারি থেকে বেসিক পে একধাক্কায় বেড়ে যাচ্ছে তাঁদের।

39

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর শুনিয়েছে মোদী সরকার।

49

একলাফে বেতন বাড়ছে ২৫ হাজার টাকা। যা রীতিমত খুশি বয়ে এনেছে কর্মীদের মধ্যে।

59

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কর্মীদের মাসিক ও মূল বেতনের সীমা বাড়ানোর কথা ভাবছে।

69

বলা হচ্ছে, মূল বেতন বাড়ানো হলে অবসর গ্রহণের সময় কর্মচারীরা বেশি ন্যূনতম পেনশন পাবেন।

79

EPFO-এর অধীনে ন্যূনতম বেসিক বেতন সীমা হল ১৫ হাজার টাকা।

89

দশ বছর আগে, ন্যূনতম বেসিক বেতন ৬৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০০ টাকা করা হয়েছিল।

99

সম্প্রতি E.P.F.O দ্বারা জারি করা তথ্য অনুযায়ী, সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদনে বলা হয়েছে যে মন্ত্রক মূল বেতনের নতুন সীমা বাড়িয়ে ২৫০০০ টাকা বা তার বেশি করতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos