মহিলাদের জন্য রাজ্য ও কেন্দ্রের তরফে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য লক্ষ্মীর ভাণ্ডার। তেমনই কেন্দ্রের তরফে চালু করা হয়েছে এক নয়া স্কিম। যেখানে কয়েকটা নথি জমা দিলেই মহিলারা পাবেন ১০ হাজার টাকা!
মহিলাদের ক্ষমতায়নের উদ্দ্যেশ্যে কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকার বিভিন্ন প্রকল্প (Government Scheme) চালু করেছে। আর মহিলাদের উন্নতির জন্য সরকারি প্রকল্পগুলির অবদান অনস্বীকার্য।
210
তারই মধ্যে একটি উল্লেখযোগ্য স্কিম হল সুভদ্রা যোজনা। আর প্রকল্পের অধীনে মহিলারা পেয়ে যাবেন মোট ১০ হাজার টাকা আর্থিক সাহায্য।
310
রাজ্য সরকারের তরফে চালু করা সুভদ্রা যোজনা স্কিম (Subhadra Yojana) নামক এই প্রকল্পের টাকা দেওয়া হয় দুই কিস্তিতে।
410
এই প্রকল্পের সুবিধা পাবেন নির্দিষ্টভাবে নির্ধারিত বয়সের মহিলারা। প্রকল্পের সুবিধা নিতে পারেন তাঁরা।
510
এই প্রকল্পের সুবিধাভোগী মহিলারা নিজের বাড়ির কাছের অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ব্লক অফিস, এমনকি পরিষেবা কেন্দ্র এবং জনসেবা কেন্দ্রে গিয়ে নিজের আবেদন সাবমিট করতে পারবেন।
610
সরকারের সুভদ্রা যোজন নামক প্রকল্পটি চলবে ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ সাল পর্যন্ত। প্রকল্পের অধীনে, সুবিধাভোগী মহিলাদের বছরে পাবেন দুবার ৫০০০ টাকা করে। অর্থাৎ সরকারের কাছ থেকে বছরে মহিলারা পাবেন ১০,০০০ টাকা।
710
ঠিক এইভাবে, সুবিধাভোগী মহিলা পাঁচ বছরের স্কিমের মেয়াদে পেয়ে যাবেন ৫০,০০০ টাকা।
810
তবে মনে রাখবেন, প্রকল্পের সুবিধা পাবেন না সরকারি কর্মী এবং আয়কর রিটার্ন দাখিলকারী মহিলারা।
910
সুভদ্রা যোজনা প্রকল্পের সুবিধা পেতে, মহিলাদের কি কি নথি দেখাতে হবে?
আবেদনকারীর আধার কার্ড
আবেদনকারী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট
মহিলার ঠিকানার প্রমাণ
আবেদনকারী মহিলার আয়ের শংসাপত্র।
1010
সুভদ্রা যোজনার টাকা পাবেন শুধুমাত্র ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলারা। আবেদনকারী মহিলাকে ওডিশা রাজ্যের বাসিন্দা হতে হবে।