সমপ্রেমী বিবাহকে আইনি স্বীকৃতি নয়, এবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল মোদী সরকার

কেন্দ্রের এই পদক্ষেপে হতাশ দেশের LGBTQ+ সম্প্রদায়ের মানুষ। সরকারের বিরোধিতাকে উপেক্ষা করে বহু LGBTQ+ সম্প্রদায়ের যুগল ইতিমধ্যেই বিয়ে করেছেন।

সমপ্রেমী বিবাহকে আইনি স্বীকৃতি নয়। সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল কেন্দ্র। দুই ভিন্ন লিঙ্গের মানুষের মিলনের সঙ্গে এই বিস্তর তফাৎ বলেই আদালতে দেওয়া হলফনামায় জানাল মোদী সরকার। এই মর্মে ভারতীয় সংস্কৃতির একাধিক তত্ত্বও তুলে ধরা হয়েছে। কেন্দ্র যে কোনও ভাবেই সমপ্রেমী বিবাহকে স্বীকৃতি দিতে রাজি নয় সেবিষয়টা আরও একবার স্পষ্ট হয়ে গেল। রবিবার শীর্ষ আদালতে এই মর্মে একটি হলফনামাও জমা দিল কেন্দ্রীয় সরকার। কারণ হিসেবে ভারতীয় পরিবারতন্ত্রের তত্ত্বও তুলে ধরল কেন্দ্র। তাঁদের দাবি এই ধরনের সম্পর্ক ভারতীয় পরিবারতন্ত্রের পরিপন্থী। আইনি স্বীকৃতির কথা খারিজ করার আবেদন জানিয়ে কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয়েছে একটি বিবাহের সম্পর্কে একজন বায়োলজিক্যাল পুরুষ ও একজন বায়োলজিক্যাল মহিলা দরকার। তাঁদের মিলনের ফলে জন্মানো শিশুকে নিয়ে একটি পরিবার গড়ে ওঠে। সমপ্রেমী সম্পর্কের ক্ষেত্রে তা সম্ভব নয়।

কেন্দ্রের এই পদক্ষেপে হতাশ দেশের LGBTQ+ সম্প্রদায়ের মানুষ। সরকারের বিরোধিতাকে উপেক্ষা করে বহু LGBTQ+ সম্প্রদায়ের যুগল ইতিমধ্যেই বিয়ে করেছেন। অনেকেই অপেক্ষা করছেন তাঁদের প্রিয় মানুষকে আইন সম্মতভাবে বিয়ে করার। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের বক্তব্য একদিকে যেমন হতাশা জনক অপদিকে সমপ্রেম নিয়ে সরকারের অনড় অবস্থানকে আরও একবার স্পষ্ট করে দেয়। এবার সমপ্রেমী বিয়ের আইনি স্বীকৃতি খারিজ হলে ইতিমধ্যেই যে সমস্ত যুগলরা বিয়ে করেছেন তাঁদেরও প্রশ্নের মুখে পড়তে হবে কি না সে বিষয়ও প্রশ্ন থেকে যাচ্ছে।

Latest Videos

 

 

রবিবার সমপ্রেমী বিবাহের স্বীকৃতি নিয়ে শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই হলফনামায় স্পষ্ট জানানো হয়েছে সরকার এই ধরনের বিবাহকে স্বীকৃতি দিতে রাজি নয়। এই হলফনামায় বলা হয়েছে,'সমপ্রেমী সম্পর্ক ও উভপ্রেমী সম্পর্কের মধ্যে অনেক তফাত। দুটি বিষয়কে এক করে দেখা যাবে না। অর্থাৎ সমলিঙ্গ বা সমপ্রেমী বিবাহকে আইনি বৈধতা দেওয়া সম্ভব নয়।'

আরও পড়ুন - 

অভাবী মানুষদের ধ্বংস করতে কোনও সুযোগ ছাড়েনি কংগ্রেস, কর্ণাটকে হাত শিবিরকে নজিরবিহীনভাবে আক্রমণ মোদীর

এসভিবি-এর পতনের কতটা প্রভাব ভারতে? দেশের স্টার্টআপ সম্প্রদায়ের প্রতিনিধিদের বৈঠক কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের

সাংবিধানিক পদে থেকে ডিএ-এর দাবি পূরণের চেষ্টা করবেন বলে আশ্বাস রাজ্যপালের, বৈঠকের পর জানালেন আন্দোলনকারীরা

Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু