হাই স্পিড রেল কর্পোরেশন-এর এমডি হচ্ছেন সতীশ অগ্নিহোত্রী

Published : Jun 09, 2021, 11:31 PM IST
হাই স্পিড রেল কর্পোরেশন-এর এমডি  হচ্ছেন সতীশ অগ্নিহোত্রী

সংক্ষিপ্ত

হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের ম্য়ানেজিং ডিরেক্টর হচ্ছেন সতীশ অগ্নিহোত্রী এর আগে তিনি রেল বিকাশ নিগম লিমিটেডের চেয়ারম্য়ান এবং এমডি ছিলেন  এই বিষয়ে অনুমোদন দিল মন্ত্রীসভার নিয়োগ কমিটি প্রাথমিকভাবে ৩ বছরের জন্য দায়িত্ব পাচ্ছেন তিনি।   

রেল বিকাশ নিগম লিমিটেডের প্রাক্তন চেয়ারম্য়ান এবং ম্যানেজিং ডিরেক্টর সতীশ অগ্নিহোত্রী, ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের ম্য়ানেজিং ডিরেক্টর হচ্ছেন। সোমবার এই বিষয়ে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভার নিয়োগ সংক্রান্ত কমিটি। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য দায়িত্ব পাচ্ছেন তিনি। এই পদের জন্য যে বয়সের সীমার বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তার থেকে বয়স কিছুটা বেশিই সতীশ অগ্নিহোত্রীর। কিন্তু, তাঁর ক্ষেত্রে এই বিষয়ে শিথিলতা দেখিয়েছে কমিটি।  

PREV
click me!

Recommended Stories

রাজধানী এক্সপ্রসের ধাক্কা হাতির পালে, অসমে মৃত্যু ৮টি হাতির- ৫টি কোচ লাইনচ্যুত
LIVE NEWS UPDATE: মেসির কনসার্টে মাঠেই উপস্থিত ছিলেন মন্ত্রী-ঘনিষ্ঠ ৩০০ জন, পুলিশি জেরায় বিস্ফোরক মন্তব্য শতদ্রু দত্তর