অবিলম্বে রাস্তা থেকে সরাতে হবে সমস্ত পথকুকুর, সুপ্রিম ডেডলাইনে হৈচৈ

Published : Aug 11, 2025, 06:32 PM IST

Supreme Court On Stray Dogs: পথকুকুরদের নিয়ে এবার কড়া পদক্ষেপের নির্দেশ দিলো দেশের শীর্ষ আদালত। অবিলম্বে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে পথকুকুর। এমনটাই নির্দেশে ছড়িয়েছে শোরগোল। কিন্তু কেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
রাস্তা থেকে সরছে পথ কুকুর?

এবার থেকে রাস্তাঘাটে অবাধ বিচরণ বন্ধ হতে চলেছে পথকুকুরদের জন্য। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। 

26
হঠাৎ কেন এই নির্দেশ?

সূত্রের খবর, দিল্লি ও এনসিআর সংলগ্ন এলাকায় বেড়েছে কুকুরের ব্যাপক উৎপাত। পরিস্থিতি এমনই যে প্রায় প্রতিদিনই কুকুরের কামড় খেতে হচ্ছে আমজনতাকে। ছড়াচ্ছে জলাতঙ্ক রোগ। এই পরিস্থিতিতে সোমবার শীর্ষ আদালত জানিয়েছে যে, যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে দিল্লির রাস্তার সব পথকুকুরদের।  এর জন্য যতটা বলপ্রয়োগের প্রয়োজন তা প্রয়োগ করে কুকুর ধরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

36
কোথায় পাঠানো হবে কুকুরদের?

শীর্ষ আদালতের নির্দেশ, কুকুর ধরে তা  নির্বীজকরণ করিয়ে পাঠাতে হবে নিরাপদ আশ্রয়ে। শুধু তাই নয়, এই বিষয়ে কোনও পশুপ্রেমী বা  সংস্থার আবেদন বা বক্তব্য গ্রাহ্য হবে না। অবিলম্বে এই কাজ শুরু করার জন্য দিল্লি প্রশাসন ও পৌরসভাগুলিকে  নির্দেশ দিয়েছে আদালত। 

46
বাধা দিলেই শাস্তি

সোমবার এই সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য, রাস্তায় পথকুকুর ধরার সময় কেউ বাধা দিলে তা গ্রাহ্য হবে না। বরং বাধা দিলেই শাস্তি পেতে হবে অভিযুক্ত ব্যক্তিকে। নেওয়া হবে আইনি পদক্ষেপ। এমনকি এই বিষয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকার ছাড়া কারও কথা শুনবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সংক্রান্ত নির্দেশিকায়। 

56
রাজধানীতে বাড়ছে কুকুর উদ্বেগ

জানা গিয়েছে, বিগত ছয়মাসে রাজধানী দিল্লি-এনসিআর এলাকায় কুকুরের কামড়ে প্রায় ৩৫ হাজার সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে বাড়ছে জলাতঙ্কের আশঙ্কা। পরিস্থিতি এতটাই গুরুতর যে এবার সরাসরি হস্তক্ষেপ করতে হল সুপ্রিম কোর্টকে। 

66
সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

জানা গিয়েছে, রাস্তা থেকে শুধু কুকুর সরানোর নির্দেশই নয়, তার জন্যও সময়সীমা বেঁধে দিয়েছে  দেশের শীর্ষ আদালত। আগামী আট সপ্তাহের মধ্যে রাস্তা থেকে সব পথকুকুর নিরাপদ  জায়গায় সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ। 

Read more Photos on
click me!

Recommended Stories