Breaking News: 'সনাতন ধর্ম নির্মূল করুন'– বিতর্কিত মন্তব্য করার জন্য উদয়নিধি স্টালিনকে তীব্র ভর্ৎ‌সনা করল সুপ্রিম কোর্ট

Published : Mar 04, 2024, 02:01 PM IST
dmk udhayanidhi stalin

সংক্ষিপ্ত

সুপ্রিম কোর্টের বিচারপতির কাছ থেকে তীব্র ভর্ৎ‌সনা শুনতে হল দ্রাবিড় মুনেত্র কড়গম পার্টির এই অন্যতম প্রধান নেতাকে ।

প্রকাশ্য জনসভায় সনাতন ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য, তার জেরেই বিরাট জলঘোলা শুরু হয়েছিল তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্টালিনকে নিয়ে। সেই বিতর্কের রেশ পৌঁছে গিয়েছিল দেশের শীর্ষ আদালতে। এবার সেই মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছ থেকে তীব্র ভর্ৎ‌সনা শুনতে হল দ্রাবিড় মুনেত্র কড়গম পার্টির এই অন্যতম প্রধান নেতাকে ।

-

সুপ্রিম কোর্টের বিচারপতি স্ট্যালিনের উদ্দেশে তাঁর আইনজীবীকে বলেছেন, “আপনি একজন সাধারণ মানুষ নন। আপনি একজন মন্ত্রী। মন্তব্যের ফলাফল সম্পর্কে আপনার ওয়াকিবহাল থাকা উচিত।” 


‘সনাতন ধর্ম’ নিয়ে মন্তব্য করার জন্য ভারতের বিভিন্ন রাজ্য থেকে ডি এম কে (DMK) নেতা উদয়নিধি স্টালিনের বিরুদ্ধে বহু এফআইআর নথিভুক্ত করা হয়েছে। সেগুলিকে একত্রিত করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। এই মামলার আবেদনের শুনানি আগামি ১৫ মার্চ ঘোষিত হবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: বড় খবর! ১ জানুয়ারি থেকে বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন? কতদিন পিছিয়ে গেল দিন
জেনে নিন আজ শহরে ডিজেল ও পেট্রোলের দাম কত