এদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছিল, আগামি সপ্তাহের সোমবার এই মামলার শুনানি হোক। অন্যান্য পক্ষও শুনানির জন্য সময় চায়। কারণ সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দিয়েছে তারা একসঙ্গে পুরো ডিএ মামলা শুনবে। সেই কারণেই প্রস্তুতির জন্য সময় চেয়েছিল বাকি সব পক্ষ। সরকারি কর্মীদের একাংশের উকিল করুণা নন্দী বুধবার শুনানির জন্য সময় চান।