বর্ণবিদ্বেষের শিকার এবার স্কুল শিক্ষক, দলিত হওয়ায় আলাদা করা হল জলের পাত্র

  • বর্ণবিদ্বেষের শিকার এবার স্কুল শিক্ষক
  • দলিত হওয়ায় আলাদা করা হল জলের পাত্র
  • স্কুলেও একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হল তাঁকে
  • প্রতিবাদ করায় বদলি হতে হল তাঁকে
Indrani Mukherjee | Published : Aug 31, 2019 11:37 AM IST

দিন কয়েক আগে এক দলিত ব্যক্তির মৃত্যুর পর সমাজের উচ্চবর্ণের তরফে  তার অন্ত্যেষ্টি ক্রিয়া করতে না দেওয়ার অভিযোগ উঠেছিল, আর সেই কারণেই তাঁর মৃতদেহটি একটি সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়ার ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর সেই ঘটনার প্রেক্ষিতে সওয়াল তুলেছিল মাদ্রাজ হাইকোর্ট। হাইকোর্টের দাবি ছিল, হিন্দু হওয়া সত্ত্বেও কেনআলাদা সৎকারের ব্যবস্থা করা হবে দলিত ব্যক্তির। 

আর এবার ফের বর্ণ বিদ্বেষের শিকার হলেন এক দলিত শিক্ষক। গুজরাতের সুরেন্দ্রনগর জেলার একটি একটি বিদ্যালয়ে এক দলিত শিক্ষক তাঁরই উচ্চবর্ণের সহকর্মীদের পানীয় জলের পাত্র থেকে জল খেয়েছিলেন। আর সেই কারণেই তাঁকে ওই তথাকথিত উচ্চবর্ণ বাল্মিকী সম্প্রদায়ের শিক্ষকদের জলের পাত্র থেকে যেন জল পান করতে নিষেধ করা হয়েছিল। শুধু তাই নয়, এই মর্মে ওই দলিত শিক্ষককে নোটিশও দেন ওই স্কুলের প্রধান শিক্ষক মানসিং রাঠৌর। 

Latest Videos

৩৭০ ধারা বিলোপের আগে বিরাট আয়োজন, মোদীর উদ্যোগে করা হয়েছিল বিশেষ হোম-যজ্ঞ

এখানেই শেষ নয় অভিযোগকারী ওই দলিত শিক্ষক ৪৬ বছর বয়সী কানাইলাল বাড়াইয়ার জন্য স্কুলে আলাদা জলের পাত্রেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।  শুধু তাই নয়, স্কুলে পাঠরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে হুমকি পান বলে দাবি ওই স্কুল শিক্ষকের। এই ঘটনার দু সপ্তাহ পরে যখন সেই দলিত সম্প্রদায়ের শিক্ষক এই বর্ণবৈষম্যের দাবি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন, এরপরই তাঁকে অন্য সরকারি স্কুলে বদলি করে দেওয়া হয় বলে খবর। 

Share this article
click me!

Latest Videos

'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা