১ নভেম্বর থেকে ব্যাঙ্কের একাধিক নিয়মে বড় বদল! আপনার অ্যাকাউন্টে কী কী প্রভাব? জেনে নিন এক ক্লিকে

Published : Oct 30, 2025, 10:33 AM IST

১ নভেম্বর থেকে ব্যাঙ্কের একাধিক নিয়মে পরিবর্তন আসছে। এর মধ্যে রয়েছে অ্যাকাউন্টে একাধিক নমিনেশনের সুবিধা, SBI কার্ডের ফি পরিবর্তন, PNB-র লকার চার্জ হ্রাস এবং পেনশনভোগীদের জন্য জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার নতুন নিয়ম। 

PREV
15

১ নভেম্বর থেকে ব্যাঙ্কের একাধিক নিয়ম। পরিবর্তনগুলোর মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য মাল্টিপেল নমিনেশনের ব্যবস্থা-সহ, SBI-র কার্ড ফি-তে বদল, PNB-র লকার চার্জ হ্রাস এবং পেনশন সম্পর্কিত নিয়মে আসছে বদল।

25

১ নভেম্বর ২০২৫ থেকে ব্যাঙ্কগুলো ডিপোজিট অ্যাকাউন্ট, সেফটি লকার, সেফ কাস্টডিতে রাখা জিনিসপত্রের জন্য নতুন নমিনেশন নিয়ম লাগু করবে। অর্থ মন্ত্রক জানিয়েছে ব্যাকিং আইন ২০২৫-র ধারা ১০ থেকে ১৩-র বিধানগুলো ওই তারিখ থেকে কার্যকর হবে।

35

এখন থেকে গ্রাহকরা এখন তাদের অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ ৪ জনকে নমিনেট করতে পারবেন। যদি চান, তাহলে তাঁরা সকলকে একসঙ্গে নমিনেট করতে পারবেন। প্রয়োজনে নমিনিদের কোন ক্রমে অর্থ গ্রহ করা উচিত তাও তাঁরা ঠিক করতে পারবেন।

45

তেমনই SBI-র কার্ড তাদের ফি কাঠামোতে পরিবর্তন ঘোষণা করেছে। শিক্ষা সম্পর্কিত অর্থপ্রদান এখন CRED, Cheq, MoniKWIT-র মতো অ্যাপে করলে ১ শকাংশ ফি দিতে হবে। ১০০০ টাকার বেশি ওয়ালেট লোজ লেনদেনের জন্য ১ শতাংশ চার্জ প্রযোদন্য হবে।

এদিকে আবার পিএনবি লকার রেন্টের চার্জ কমিয়েছে। নতুন হারগুলো ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার ৩০ দিন পরে কার্যকর হবে।

55

সমস্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পেনশনভোগীদের যাতে তাদের পেনশনে কোনও বাধা না থাকে, সেজন্য তাদের বার্ষিক জীবন প্রমাণ পত্র জমা দিতে হবে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৫-র মধ্যে। ৮০ বছর বা তার বেশি বয়সী পেনশনভোগীদের ১ অক্টোবর থেকে শংসাপত্র জমা দিতে হবে।

জাতীয় পেনশন সিস্টেম থেকে ইউনিফায়েড পেনশন স্কিমে স্যুইত করার শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে। এতে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং মৃত পেনশনভোগীদের স্ত্রী বা স্বামীদের জন্য দেওয়া হবে।

Read more Photos on
click me!

Recommended Stories