ছটপুজো উপলক্ষে অক্টোবরের শেষে একটানা বন্ধ ব্যাঙ্ক, নির্দেশিকা জারি আরবিআই-এর
Bank Holiday Today: এখনও শেষ হয়নি উৎসবের মরশুম। আজ ছটপুজো। এই উপলক্ষে রয়েছে সরকারি ছুটি। তবে কী আজ ব্যাঙ্কও বন্ধ? বিস্তারিত জানতে চোখ রাখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে…

ছটপুজোয় বন্ধ ব্যাঙ্ক?
উৎসবের মরশুম প্রায় শেষের মুখে। আজ ছটপুজো। আর এই ছটপুজো উপলক্ষে দেশের বেশকিছু রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। আরবিআই সূত্রে খবর, দেশের বেশকিছু রাজ্য একটানা দুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। যারফলে আগেভাগে গ্রাহকদের জরুরি কাজ মেটানোর পরামর্শ দিয়েছে আরবিআই।
অনলাইনে মিলবে ব্যাঙ্কিং পরিষেবা
কোনও কোনও রাজ্যে আবার শুধুমাত্র সোমবারই অর্থাৎ একদিনই ছট পুজো উপলক্ষে বন্ধ থাকছে ব্যাঙ্ক। তবে সপ্তাহের প্রথম দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকরা অনলাইনে পরিষেবা পাবেন বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে প্রয়োজনীয় কাজ আগে মিটিয়ে রাখাই ভালো।
কোন কোন রাজ্যে ২দিন বন্ধ ব্যাঙ্ক?
সূত্রের খবর, ছটপুজো উপলক্ষে বিহার ও ঝাড়খণ্ডে পরপর দুই দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। ফলে এই ২দিন মিলবে না কোনও রকম অফলাইন ব্যাঙ্কিং পরিষেবা। যেহেতু ২৭ অক্টোবর সোমবার সন্ধ্যা ও ২৮ অক্টোবর মঙ্গলবার সকালে ছটের বিশেষ পুজো অর্চনা রয়েছে বলে পরপর দু-দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক।
ছটপুজোর জন্য কোন কোন রাজ্য জনপ্রিয়?
ছট উৎসব পূর্ব ভারত ও দক্ষিণ নেপালে ব্যাপকভাবে উদ্যাপিত হয়। বিশেষ করে ভারতের বিহার, ঝাড়খণ্ড এবং পূর্ব উত্তরপ্রদেশ রাজ্যে এই উৎসবের জনপ্রিয়তা সর্বাধিক। ফলে এই উৎসবের কথা মাথায় রেখে ২ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে বিহার-ঝাড়খণ্ড রাজ্য সরকার।
রিজার্ভ ব্যাংকের ঘোষণা
অক্টোবর মাসে বিভিন্ন উৎসব উপলক্ষে দেশের ব্যাংকগুলো একাধিক দিন বন্ধ ছিলো। আয়ুধ পূজা, বিজয়াদশমী, দুর্গাপুজো, মহাত্মা গান্ধী জয়ন্তী, লক্ষ্মী পূজা, মহর্ষি বাল্মীকি জয়ন্তী/কুমার পূর্ণিমা, করবা চৌথ, কাতি বিহু, দীপাবলি, ভূত চতুর্দশী, গোবর্ধন পূজা, বালিপাদ্যামি, ভাইফোঁটা, ছট পুজো এবং সরদার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে এসব দিনে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে বলে রিজার্ভ ব্যাংক জানিয়েছে।

