স্কুলের ভিতর যৌন হেনস্থার শিকার তিন বছরের শিশু, গ্রেফতার অভিযুক্ত সাফাইকর্মী-সহ আরও দুজন

নয়ডার একটি বেসরকারি স্কুলে তিন বছরের শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। অভিযুক্ত একজন সাফাইকর্মী, একজন শিক্ষক এবং স্কুলের নিরাপত্তা সুপারভাইজার। ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Sayanita Chakraborty | Published : Oct 19, 2024 7:40 AM IST

ফের শিশু নির্যাতনের খবর এল প্রকাশ্যে। স্কুলের ভিতরে তিন বছরের শিশু যৌন হেনস্থার শিকার হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নয়ডার এক বেসরকারি হাসপাতালে। যৌন হেনস্থার অভিযোগ উঠেছে সাফাইকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্কুলের এক শিক্ষক ও নিরাপত্তা সুপারভাইজারের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার হয়েছে এক সাফাইকর্মী। অভিযুক্ত শিক্ষা ও নিরাপত্তা সুপারভাইজার।

অভিযোগ, শিশুটিকে স্কুলে ভিতর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেছিল ওই সাফাইকর্মী। শিশুটির অভিভাবকের দাবি, স্কুল থেকে ফেরার পর তার আচরণে পরিবর্তন লক্ষ করে। চুপচাপ হয়েগিয়েছিল সে। এরপর চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটি বলে সাফাইকর্মী তার গোপনাঙ্গে স্পর্শ করেছে।

Latest Videos

১০ অক্টোবর শিশুটির বাবা থানায় অভিযোগ দায়ের করে। সেই ভিত্তিতে মামলা দায়ের করে। শুরু হয় তদন্ত। তদন্ত করতে গিয়ে অভিযুক্ত সাফাইকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তারপর ক্লাসের শিক্ষক ও স্কুলের নিরাপত্তা সুপারভাইজারকে গ্রেফতার করা হয়। তারা ঘটনা গোপনের চেষ্টা করেছিল বলে অভিযোগ।

অভিযুক্ত সাফাইকর্মী নয়ডার নিঠারি গ্রামের বাসিন্দা। সে কয়েক মাস আগে কাজে যোগ দিয়েছিল। চুক্তি ভিত্তিক কাজে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে। সে বাচ্চাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার গোপনাঙ্গে হাত দিয়েছিল বলে অভিযোগ। শিশুটির বাবা থানায় অভিযোগ করে। সেই ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্কুলের ভিতর এমন কাণ্ড শুনে শিহোরিত সকলে। এই খবর মুহূর্তে ভাইরাল হয়েছে। যা নজর কেড়েছে তামাম বিশ্ববাসীর। 

 

Share this article
click me!

Latest Videos

এক বছর ধরে স্বপ্নাদেশ দিচ্ছিলেন, আজ পুকুর থেকে উঠে এলেন মা কালী! | Kali Puja 2024 | Katwa News Today
অপূর্ব ভাবনার সঙ্গে ৫০-এ পা শ্রীকলোনি মৈনাক ক্লাবের! শিল্পীদের ছোঁয়ায় এবারের থিম ‘কালীক্ষেত্র মৈনাক’
'বিভেদের বেড়াজাল মানি না, বাংলাদেশে সুস্থ সংস্কৃতি ফিরে আসুক,' বার্তা কাজি নজরুল ইসলামের প্রপৌত্রীর
'স্বাস্থ্যসাথী কার্ড একটা ভুয়ো কার্ড!’ Suvendu-র ফোঁস Mamata-কে! দেখুন কী বললেন | Suvendu Adhikari
'ভুলে ভরা আবাস তালিকা! আর ১৫ মাস আছে এই সরকার, যত পারো লুঠে নাও' তোপ শুভেন্দুর | Suvendu Adhikari