বাহরাইচে হিন্দু যুবককে নৃশংস খুনে দুই মূল অভিযুক্তকে এনকাউন্টার! ভাইরাল হল সেই ভিডিও
সম্প্রতি প্রকাশ্যে এসেছে উত্তরপ্রদেশের বাহরাইচের সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর দুই মাস্টারমাইন্ডের এনকাউন্টারের একটি ভিডিও। যেখানে এই দুই অপরাধী পুলিশের সামনে শিকার করে বলেছে যে তারা আর কখনও অপরাধ করবে না।
জানা গিয়েছে যে এই দুই অপরাধির নেপালে পালাতে চেয়েছিল। এই এনকাউন্টার হওয়া দুই অভিযুক্তদের নাম মহম্মদ সরফরাজ ওরফে রিঙ্কু এবং তাঁর ছেলে মহম্মদ তারিন ওরফে সাবলু।
এনকাউন্টারের পরে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে পুলিশ জখম অভিযুক্তদের ধরে গাড়িতে নিয়ে যাচ্ছে বলে দেখা গিয়েছে ।
বাহরাইচে দুর্গা বিসর্জনের শোভাযাত্রার সময় খুন করা হয় রামগোপাল মিশ্র নামে এক হিন্দু যুবককে । তাঁকে খুনের ঘটনার প্রধান অভিযুক্ত হল সরফরাজ ও তার ছেলে মোহাম্মদ তারিন । রামগোপালের উপর পাশবিক অত্যাচার চালিয়ে তাকে খুন করা হয়েছে বলে জানা যায় ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে । নির্মমভাবে পেটানো হয়েছিল তাঁকে । তুলে ফেলা হয়েছিল হাত ও পায়ের নখ । বিদ্যুতের শক পর্যন্ত দেওয়া হয়েছিল তাঁকে । এখানেই থেমে থাকেনি দুই অভিযুক্ত সরফরাজ ও তার ছেলে মোহাম্মদ তারিন। রামগোপালের উপর বন্দুক দিয়ে তার উপর গুলি চালানো হয় ।