অজিতের মৃত্যুতে মহারাজনীতিতে শোকের ছায়া, বিমান দুর্ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ কাকা শরদ পাওয়ারের

Published : Jan 29, 2026, 07:38 AM IST

Sharad Power On Ajit Death News: ভাইপো অজিতের মৃত্যুতে শোকস্তব্ধ কাকা শরদ পাওয়ার। তবে ষড়যন্ত্রের তত্ত্ব মানতে নারাজ এনসিপি প্রধান। ভাইপোর এই আকস্মিক মৃত্যু নিয়ে কী বলছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
অজিতের মৃত্যুতে শোকস্তব্ধ কাকা শরদ পাওয়ার

বুধবার সাতসকালে আচমকা মহারাষ্ট্রের বারামতীতে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাজনীতির এই শীর্ষ নেতার মৃত্যুতে একদিকে যেমন জাতীয় রাজনীতিতে শোকের ছায়া তেমনই অজিত পাওয়ারের মৃত্যুু নিয়ে উঠে আসছে ষড়যন্ত্রের তত্ত্ব। যদিও তা মানতে নারাজ কাকা শরদ পাওয়ার। 

25
অজিতের মৃত্যু নিয়ে কী বলছেন কাকা শরদ পাওয়ার?

অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে সাফ জবাব কাকা শরদ পাওয়ারের। এটি নিছকই একটি দুর্ঘটনা। এই মৃত্যুর পিছনে কোনও রাজনীতি নেই। ফলে অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে যে ষড়যন্ত্রের গন্ধ উঠে আসছে তা নাকচ করে দিয়েছেন কাকা শরদ পাওয়ার। 

35
শরদ পাওয়ারের সাফ বার্তা

এই বিষয়ে তিনি বলেন যে, ‘’সবকিছু আমাদের হাতে থাকে না। আমি আজ অসহায়। কিছু ঘটনার নেপথ্যে কোনও রাজনীতি থাকে না। আমি স্পষ্টভাবে এই অবস্থানেই রয়েছি। এই ঘটনার মধ্যে কোনও ষড়যন্ত্র নেই। এটি সম্পূর্ণরূপে একটি দুর্ঘটনা। আমাদের সকলকে চিরকাল এই যন্ত্রণা বহন করে যেতে হবে। দয়া করে এর মধ্যে রাজনীতি আনবেন না।'' 

45
কীভাবে মৃত্যু অজিত পাওয়ারের?

বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ ৫ জনের। বারামতী বিমানবন্দরে অতরণের সময় ভিএসআর ভেঞ্চারস পরিচালিত বোম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫ বিমানটি ভেঙে পড়ে আগুন লেগে যায়। যার ফলে বিমানে থাকা পাঁচজনেরই মৃত্যু হয়েছে। বিমান দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে বিমান দুর্ঘটনার কারণ হিসেবে উঠে আসছে কুয়াশা ও দৃশ্যমানতা কম।

55
অজিত সহ মৃত বিমানের সব যাত্রীই

প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারদের বিমানটি যখন অবতরণের চেষ্টা করছিল, তখন ঘন কুয়াশা এবং দৃশ্যমানতা কম ছিল। প্রথমবার অবতরণের চেষ্টা সফল বিফল হয়। পরে দ্বিতীয়বার অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে। রানওয়ের পাশে আছড়ে পড়ে বিমানটি। এরপর তাতে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে দাবি করেছেন কয়েকজন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছিল। কিন্তু আগুনে জেটটি সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পাওয়া যায়।

Read more Photos on
click me!

Recommended Stories