শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক সমস্যা তৈরি হয়েছে। তাঁকে এখনও পর্যন্ত কোনও দেশ রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) বর্তমানে ভারতের সেফ হাউসে রয়েছেন। তবে তাঁর ভারতে (India) থাকার মেয়ার কিছুটা হলেও বাড়ান হতে পারে বলে সূত্রের খবর। মঙ্গলবার সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar) জানিয়েছেন, ত স্বল্প সময়ের নোটিশে ভারতে থাকার আবেদন জানিয়েছিলেন তিনি। তাঁকে সেই অনুমতি দেওয়ার পরই তিনি উত্তাল বাংলাদেশ (Bangladesh) ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তবে কেন্দ্রীয় সরকার সূত্রের খবর তাঁর ভারতে থাকার মেয়াদ বাড়ান হতে পারে।
শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক সমস্যা তৈরি হয়েছে। তাঁকে এখনও পর্যন্ত কোনও দেশ রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি। সূত্রের খবর ভারত সরকার ইউরোপের একটি দেশের সঙ্গে ৭৭ বছরের শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কথাবার্তা বসছে। তবে তাঁর সফর চূড়ান্ত হয়নি। কয়েকটি সমস্যার জন্য বাধাগ্রস্ত হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে হাসিনার ভারত ছেড়ে যাওয়ার সম্ভাবনা নেই।
জাতীয় নিরাপত্তা উপদেষ্ট অজিত ডোভাল গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন। ইউরোপের একটি দেশে হাসিনার যাওয়ার ব্যাপারে কথাবার্তা বলছেন। অজিত ডোভাল হাসিনার বিষয়টি নিয়মিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপডেট দিচ্ছেন। গতকাল হাসিনার সঙ্গে দেখাও করেছেন অজিত ডোভাল। দিল্লির কাছে কোনও গোপন স্থানে তাদের বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। সেনা বাহিনীর বিমান Lockheed C-130J Hercules করেই শেখ হাসিনা দেশ ছাড়েন। ভারতের হিন্ডেন বিমান বন্দরে অবতরণ করেন। তারপরই তাঁকে সেফহাউসে রাখা হয় বলেও জানিয়েছেন বিদেশমন্ত্রী।
বাংলাদেশের পরিস্থিতির দিকে ভারত কড়া নজর রাখছে। দফায় দফায় বৈঠক করছেন নরেন্দ্র মোদী। সর্বদলীয় বৈঠকও হয়েছে। রাজ্যসভায় বিবৃতিও দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।