রাম মন্দির ট্রাস্টে রাখতে হবে দলের সদস্যকে, প্রধানমন্ত্রীকে চিঠি দিল শিবসেনা

 

  • রাম মন্দির আন্দোলনে অংশ নিয়েছিল শিবসেনা
  • বাল ঠাকরের স্বপ্ন ছিল অযোধ্যায় রাম মন্দির
  • রাম মন্দির ট্রাস্টে তাই থাকুক শিবসেনার সদস্য
  • পুরনো সহযোগীর কাছে দাবি শিবসেনার

শনিবার অযোধ্যা ভ্রমণে যাচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী  তথা শিবসেনার অধ্যক্ষ উদ্ধব ঠাকরে। তার আগেই  রাম মন্দির নিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি দাবি পেশ করল শিবসেনা। গত ফেব্রুয়ারি মাসেই অযোধ্যায় পরিকল্পিত রাম মন্দিরের জন্য স্বাধীন ট্রাস্ট বোর্ডের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সেই ট্রাস্ট বোর্ডে অন্তত তাদের দলের একজন সদস্যকে রাখতে হবে বলে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিলেন শিবসেনার বিধায়ক প্রতাপ সরনায়ক।

আরও পড়ুন: ফাঁসি থেকে বাঁচতে নির্ভয়ার দোষীদের নতুন উপায়, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মুকেশের ভাই

Latest Videos

আরও পড়ুন: মধ্যপ্রদেশে ঘিরে অব্যাহত নাটক, এবার খুনের আশঙ্কা প্রকাশ বিজেপি বিধায়কের

রাম মন্দির আন্দলোনে বাল ঠাকরের নেতৃত্বে গুরুত্বপূণ ভূমিকা নিয়েছিল শিবসসৈনিকরা। সেই কথা মনে করিয়ে দিয়েই দীর্ঘ দিনের জোটসঙ্গী বিজেপির কাছে রাম মন্দির ট্রাস্টে শিবসেনার প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন বিধায়ক প্রতাপ সরনায়ক।

 

সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায়ের পরিপ্রেক্ষিতে গত ৫ ফেব্রুয়ারি সংসদে ১৫ সদস্যের রাম মন্দির ট্রাস্ট তৈরির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার সভাপতি নির্বাচিত করা হয়েছে নির্মোহী আখড়ার মোহন্ত নৃত্য গোপাল দাসকে। বিশ্ব হিন্দু পরিষদের সহসভাপতি চম্পত রাইকে ট্রাস্টের সাধারণ সম্পাদক বাছা হয়েছে । আর পুনের গুরু গোবিন্দদেব গিরি কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন। আর ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির প্রধান নির্বাচিত হয়েছেন আইএএস অফিসার নৃপেন্দ্র মিশ্র। শোনা যাচ্ছে রাম মন্দির নির্মাণের তারিখ ঘোষণা হতে পারে হোলির পরেই। 

 

এদিকে শনিবারই পরিবারকে নিয়ে অযোধ্যা যাচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মহা বিকাশ অগধি সরকারের একশো দিন পূর্ণ হওয়ায় রামের পুজো করবেন তিনি। শোনা যাচ্ছে তিনি রামলালা দর্শনও করবেন। ইতিমধ্যে সেখানে পৌঁছতে শুরু করেছেন শিবসৈনিকরা।  লোকসভা নির্বাচনের আগেও তিনি অযোধ্যায় পুজো দিতে গিয়েছিলেন। এবার তার অযোধ্যা ভ্রমণের আগে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে রাম মন্দির নিয়ে এই দাবি পেশ করা হল। 
 

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি