রাখে হাতঘড়ি মারে কে, ভোটের পাঁচদিন আগে প্রকাশ্য জনসভায় ছুরিকাহত শিবসেনা সাংসদ

Published : Oct 16, 2019, 03:27 PM ISTUpdated : Oct 21, 2019, 02:08 AM IST
রাখে হাতঘড়ি মারে কে, ভোটের পাঁচদিন আগে প্রকাশ্য জনসভায় ছুরিকাহত শিবসেনা সাংসদ

সংক্ষিপ্ত

মহারাষ্ট্রে ৫ দিন পরই বিধানসভা ভোট তার আগে প্রকাশ্য জনসভায় ছুরি মেরে হত্যার চেষ্টা করা হল এক শিবসেনা সাংসদকে প্রায় অলৌকিক ভাবে হাতঘড়ির দৌলতে প্রাণে রক্ষা পেলেন আঘাতও গুরুতর নয়  

এতদিন বলা হত ভোটকে কেন্দ্র করে হিংসার ঘটনা শুধু বাংলাতেই ঘটে। কিন্তু এবার বিধানসভা ভোটের মাত্র ৫ দিন আগে মহারাষ্ট্রে প্রকাশ্য জনসভায় ছুরি মেরে হত্যার চেষ্টা করা এক শিবসেনা সাংসদ ওমরাজে নিম্বালকরকে। তবে প্রায় অলৌকিক ভাবে হাতঘড়ির দৌলতে তিনি প্রাণে বেঁচে যান।

এদিন মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলায় এক জনসভায় ভোট প্রারের জন্য এসেছিলেন ওমরাজে নিম্বালকর। কালাম্ব তালুকের পাড়োলি নইগাঁও-এ এক সভায় বক্তৃতাও দেন। সেখানেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি লোকের ভিড়ে মিশে থেকে এই দুষ্কর্ম করে।

পুলিশ জানিয়েছে নিম্বালকর-এর সঙ্গে হাত মেলানোয় অছিলায় এগিয়ে আসেন ওই দুষ্কৃতী। তারপর আচমকাই ছুরি বের করে হামলা করে। হাত দিয়ে সেই হামলা ঠেকাতে যান সিবসেনা সাংসদ। তাঁর হাতে থাকা হাতঘড়িতেই আঘাত করে ছুরিটি। ফলে প্রাণে তো রক্ষা পানই এমনকী আঘাতও খুব গুরুতর হয়নি তাঁর। হাত অবশ্য অনেকটা কেটে গিয়েছে।

ঘটমার পরই এলাকা থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতী। পুলিশ তার অনুসন্ধান চালাচ্ছে।

ওমরাজে নিম্বালকরের বাবা বনরাজে নিম্বালকর থছিলেন কংগ্রেস নেতা। ২০০৬ সালে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছিল।

 

PREV
click me!

Recommended Stories

মেসির ইভেন্টে সুপার সানডে মুম্বইতে, শচীন জার্সি উপহার দিয়ে লিখলেন 'দিনটা ছিল ১০/১০ '
নিতিন নবীনের নিয়োগ নিয়ে কটাক্ষ বিরোধীদের, কংগ্রেস বলল প্রক্রিয়ার অভাব