Bengal CM: 'বাংলায় বাঘিনীর মত লড়েছে' জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান স্পষ্ট করলো শিবসেনা মুখপত্র

জাতীয় রাজনীতিতে নিজের প্রভাব বিস্তারে এক প্রকার মরিয়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। চলতি বছরে বিধানসভা নির্বাচনে বাংলার বিজেপির বিরুদ্ধে বিরাট জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  এরপর থেকেই জাতীয় স্তরে উল্লেখযোগ্য হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এবার জাতীয় রাজনীতিতে প্রশংসা করেই বাংলার মুখ্যমন্ত্রীর অবস্থান স্পষ্ট করলো শিবসেনা মুখপত্র। 
 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা ধরা পড়লো শিবসেনা মুখপত্র 'সামনা'-য়। 'বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাঘিনীর মত লড়াই করেছেন।' শনিবার এমন ছবিই ধরা পড়লো শিবসেনা মুখপত্রে। তবে এরপরই  জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী জোট (Anti BJP Alliance) প্রসঙ্গে প্রশ্ন তোলা হয়েছে।  সেখানে বলা হয়েছে, 'কংগ্রেসকে দূরে সরিয়ে রেখে বিজেপি বিরোধী জোট (Anti BJP Alliance) একপ্রকার অসম্ভব। কারণ এতে ফ্যাসিস্ত শাসকের শক্তি বৃদ্ধি হবে। লোকসভা ভোটে কংগ্রেস ১০০-র বেশি আসন না পেলে কেন্দ্রে বদল আনা কখনওই সম্ভব নয়। সুতরাং কংগ্রেসকে জোট থেকে সরিয়ে রাখার মানেই নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করা।' 

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে একক শক্তি দিয়ে বাংলায় তিনটি রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন সেই কথাও বলা হয়েছে শিবসেনা মুখপত্রে। মমতার (Mamata Banerjee) রাজনীতির প্রশংসা করে মুখপত্রে বলা হয়েছে, 'মমতা বাংলা থেকে কংগ্রেস, বাম, বিজেপিকে সাফ করে দিয়েছেন। মোদি সরকার (Modi Govt) বা বিজেপি সরকার (BJP Govt) কংগ্রেসমুক্ত ভারতের চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। কিন্তু মোদি-বিরোধিতায় যাঁরা লড়ছেন তাঁরাও কংগ্রেসের ধ্বংস চাইলে, সেটা আদতে নিজেদেরই ক্ষতি। সুতরাং জাতীয় রাজনীতিতে কংগ্রেসের স্থান নেওয়ার চেষ্টা ভয়ঙ্কর সিদ্ধান্ত হবে।'

Latest Videos

আরও পড়ুন- Nusrat Jahan: 'প্রধানমন্ত্রী জবাব দিন' লাভজনক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাকে বিক্রি নিয়ে তীব্র আক্রমণ নুসরাত জাহানের

সম্প্রতি মুম্বই সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে সেই সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে অসুস্থ থাকায় তাঁর পুত্র আদিত্য ঠাকরের (Aditya Thackrey) সঙ্গে বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী। বৈঠকের পর আদিত্য (Aditya Tackrey) বলেছিলেন, 'জাতীয় রাজনীতির অনেক বিষয়েই আমাদের কথা হয়েছে। আমাদের পুরনো বন্ধুত্বের সম্পর্ক। এর আগেও তো উনি এখানে এসেছিলেন এবং আমাদের মধ্যে বৈঠক হয়েছে।  এরপরই এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

আরও পড়ুন- Punjab CM: মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই কি হাঁটছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, সেখানেও এবার 'বহিরাগত' তত্ত্ব

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন যে 'ইউপিএ র কোনো অস্তিত্ব আর বর্তমানে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিল্লি সফরে সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে সাক্ষাৎ ও করেন নি। এই প্রসঙ্গে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, 'সবসময় দিল্লি এলেই কেন দেখা করব? এই বার তার সাথে কোনো বৈঠক নেই। অন্যদিকে শনিবার ইউপিএককে (UPA) আরও শক্তিশালী করার পক্ষে সওয়াল করা হয়েছে শিবসেনার মুখপত্রে। এবার জাতীয় রাজনীতিতে কংগ্রেস বিরোধিতা নিয়ে এক প্রকার অস্বস্তিতেই ঘাসফুল শিবির। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়েছে যে, 'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কউকে বাদ দেওয়া বা সরানোর কথা বলেননি। তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী জোট করতে চায়।'

আরও পড়ুন- Viral Video: কুকারে কফি তৈরি করে চমক, সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধ বিক্রেতার ঢালাও তারিফ

 

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল