দিল্লীর হাসপাতালে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল এক বন্দুকবাজ, মৃত্যু ১ রোগীর

Published : Jul 14, 2024, 07:53 PM IST
Murder accident crime scene suicide

সংক্ষিপ্ত

দিল্লীর সরকারি হাসপাতালে আচমকা বন্দুকবাজের হামলা। গুলি লেগে মৃত্যু হল এক রোগীর।

দিল্লীর সরকারি হাসপাতালে আচমকা বন্দুকবাজের হামলা। গুলি লেগে মৃত্যু হল এক রোগীর।

জানা যাচ্ছে, হাসপাতালের ভিতরে ঢুকে একাধিক গুলি চালায় ১৮ বছর বয়সী এক যুবক। আর এর ফলেই, হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর গুলি লেগে মৃত্যু হয়। তবে আপাতত সেই আততায়ী পলাতক বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার, বিকেল চারটে নাগাদ। জানা যাচ্ছে, দিল্লীর (Delhi) গুরু তেগ বাহাদুর হাসপাতালে আচমকাই বন্দুক হাতে ঢুকে পড়ে একজন ১৮ বছর বয়সী যুবক। সে তারপর সোজা পৌঁছে যায় হাসপাতালের একেবারে চারতলায়। সেখানে চিকিৎসাধীন ছিলেন রিয়াজুদ্দিন নামে এক ব্যক্তি। পেটের সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল সেই হাসপাতালে।

রিয়াজুদ্দিনকে সেখানে দেখতে পেয়েই হটাৎ গুলি চালাতে শুরু করে ওই যুবক। প্রাথমিকভাবে জানা গেছে, তিন থেকে চার রাউন্ড গুলি চালায় সে। গুলি লেগে গুরুতর আহত হন রিয়াজুদ্দিন। ঘটনাস্থলে পৌঁছে রিয়াজুদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত সেই বন্দুকবাজ আপাতত পলাতক।

ইতিমধ্যেই অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে দিল্লী পুলিশ। ডিসিপি বিষ্ণু শর্মা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মোট পাঁচটি কার্তুজের খোল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, ব্যক্তিগত আক্রোশের কারণেই ঘটানো হয়েছে এই মর্মান্তিক ঘটনা। আপাতত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

তারপর অভিযুক্তকে শনাক্ত করতে পারলেই তার খোঁজে তল্লাশি শুরু হবে। অন্যদিকে, এই ঘটনার পরই দিল্লীর স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, প্রত্যেকটি হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখা হবে। নিরাপত্তায় এতবড় গাফিলতি মোটেই বরদাস্ত করা হবে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি