দীপাবলির উৎসবে পা ছুঁয়ে প্রণাম করতে এসে গুলি! একসঙ্গে মৃত্যু হল কাকু ও ভাইপোর

Published : Nov 01, 2024, 09:04 AM IST
Gun

সংক্ষিপ্ত

দীপাবলির উৎসবে পা ছুঁয়ে প্রণাম করতে এসে গুলি! একসঙ্গে মৃত্যু হল কাকু ও ভাইপোর

বৃহস্পতিবার উত্তর-পূর্ব দিল্লির শাহদারায় দীপাবলি উদযাপনের সময় দুই সশস্ত্র ব্যক্তি তাদের বাড়ির বাইরে গুলি চালালে ৪০ বছর বয়সী এক ব্যক্তি ও তার কিশোর ভাতিজাকে গুলি করে হত্যা করা হয় এবং তার ১০ বছর বয়সী ছেলে আহত হয়।

রাত ৮টা নাগাদ দীপাবলি উদযাপন করছিলেন আকাশ শর্মা, তাঁর ভাইপো ঋষভ শর্মা ও ছেলে কৃষ শর্মা। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের মতে, দুষ্কৃতীরা একটি স্কুটারে এসে আকাশের পা ছুঁয়ে প্রণাম করার পর তারা আকাশ ও অন্যদের উপর গুলি চালায়।

তিনজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে আকাশ ও ঋষভকে মৃত ঘোষণা করা হয় এবং কৃষের চিকিৎসা চলছে। তিনি বলেন, 'রাত সাড়ে ৮টার দিকে পিসিআর কল পেয়ে পুলিশের একটি দল পাঠানো হয়। ঘটনাস্থল থেকে রক্ত উদ্ধার করা হয়।

আকাশের স্ত্রী হামলাকারীদের চিনতেন জানিয়ে বলেন, জমি নিয়ে তাদের মধ্যে বহু বছর ধরে বিরোধ চলে আসছিল।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে,  রাত সাড়ে আটটা নাগাদ আমাদের কাছে পিসিআর কল আসে যে বিহারি কলোনিতে গুলি চলছে এবং কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে জানা যায়, আকাশ, তাঁর ভাইপো ঋষভ ও তাঁর ছেলে কৃষ গুলিবিদ্ধ হয়েছেন। আকাশ ও ঋষভ প্রাণ হারিয়েছেন। ডিসিপি শাহদারা প্রশান্ত গৌতম সংবাদ সংস্থা এএনআইকে বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি যে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে। পুলিশের সন্দেহ, ব্যক্তিগত শত্রুতা থেকেই এই মামলা করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্য রেকর্ড করা হবে এবং আরও তদন্ত চলছে বলে জানিয়েছে তারা।

PREV
click me!

Recommended Stories

Jharkhand Train Accident: ঝাড়খণ্ডে চলন্ত ট্রেনের ধাক্কা ট্রাকে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Republic Day 2026: কর্তব্যপথে ৩০টি ট্যাবলো, পশ্চিমবঙ্গের ট্যাবলোতে কী থাকবে?