Shubhanshu Shukla Axiom 4 Mission: ভারতীয় সময় অনুযায়ী বুধবার, ঠিক দুপুর ১২.১ মিনিটে নির্ধারিত সূচি মেনে শুভাংশু শুক্লা সহ চারজন নভশ্চরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে পাড়ি দিয়েছে স্পেস-এক্সের মহাকাশযান ‘ড্র্যাগন'।
তাদের মহাকাশযান প্রায় ২০০ কিলোমিটার দূরে এবং প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে বলে জানা যাচ্ছে। সেখান থেকেই পৃথিবীর উদ্দেশ্যে প্রথম বার্তা পাঠালেন শুভাংশু। তিনি বললেন, “দারুণ সফর!"
বুধবার দুপুরে, আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন-৯ রকেটে চেপে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন শুভাংশুরা। সেখান থেকেই পৃথিবীকে বার্তা দেন ভারতীয় বায়ুসেনার এই গ্রুপ ক্যাপ্টেন। উচ্ছ্বসিত গলায় তিনি বলেন, ‘‘সকল দেশবাসীকে নমস্কার জানাই। অসাধারণ সফর ছিল এটি! ৪১ বছর পর, ভারত আবার মহাকাশে পা রাখল। এই মুহূর্তে আমরা সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে ঘুরছি। আর আমার কাঁধে রয়েছে ভারতের তেরঙা পতাকা। এই পতাকাই আমাকে বলে দিচ্ছে যে, আমি আপনাদের সঙ্গেই রয়েছি সবসময়।’’
দেশবাসীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি শুভাংশু আরও বলেন, এই অভিযানই শেষ নয়। বরং, এ এক নতুন শুরু! কারণ, এই অভিযানই ভবিষ্যতে ভারতের মহকাশযান অভিযানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। শুভাংশুর কথায়, ‘‘আমি চাই যে, আগামীর এই অভিযানে ভারতের সব মানুষ অন্তর থেকে শামিল হোন।’’
ইতিমধ্যেই শুভাংশুকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘শুভাংশু শুক্লাই হলেন প্রথম ভারতীয় মহাকাশচারী, যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখতে চলেছেন। তিনি নিজের কাঁধে ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছা, আশা এবং আকাঙ্ক্ষার ভার বহন করে চলেছেন।’’
সবমিলিয়ে, দারুণ এক মুহূর্তের সাক্ষী গোটা বিশ্ব। তাদের মহাকাশযান প্রায় ২০০ কিলোমিটার দূরে এবং প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে। সেখান থেকেই পৃথিবীর উদ্দেশ্যে প্রথম বার্তা পাঠালেন শুভাংশু, বললেন, “দারুণ সফর!"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।