মহিলা ভোটারের নাম বেশি পরিমাণে বাদ যাওয়ার কারণও জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিক। তিনি বলেছেন, অধিকাংশ মহিলাই বিয়ের পরেও তাদের বাপের বাড়ির ঠিকানায় ভোটার রয়ে গিয়েছিলেন। শ্বশুর বাড়িতে নতুন করে নাম তুললেও বাপের বাড়ির ভোটার তালিকা থেকে নাম কাটেননি। সেগুলি বাদ গিয়েছে। এছাড়াও রয়েছে মৃত ভোটার।