SIR শুনানির আগেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলার নাম বাদ, যোগী রাজ্যে হুহু করে কমছে মহিলা ভোটার

Published : Jan 18, 2026, 08:56 PM IST

তিন দফা সময়সীমা বাড়ানোর পর গত ৬ জানুয়ারি শেষ হয়েছে উত্তরপ্রদেশের ভোটার তালিকার নিবিড় সংশোধন। প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় দেখা যাচ্ছে মহিলা আর পুরুষ ভোটারের অনুপাত অনেকটাই বেড়েগেছে।

PREV
15
উত্তরপ্রদেশে SIR

তিন দফা সময়সীমা বাড়ানোর পর গত ৬ জানুয়ারি শেষ হয়েছে উত্তরপ্রদেশের ভোটার তালিকার নিবিড় সংশোধন। প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় দেখা যাচ্ছে মহিলা আর পুরুষ ভোটারের অনুপাত অনেকটাই বেড়েগেছে। অর্থাৎ মহিলা ভোটারের সংখ্যা কমছে।

25
মহিলাদের নাম বাদ

উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রভনীত রিনওয়া জানিয়েছেন প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা থেকে মোট ১ কোটি ৫৪ লক্ষ মহিলা ভোটারের নাম বাদ পড়েছে। অর্থাৎ অধিকাংশ মহিলার নামই বাদ গেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পুরুষের তুলনায় ২০ লক্ষ বেশি মহিলার নাম বাদ পড়েছে।

35
সবমিলিয়ে ২ কোটির নাম বাদ

এনুমারেশন ফর্ম ডমা ও যাচাই পর্বের পরে যোগী রাজ্যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে আগের তালিকা থেকে ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। খসড়া তালিকায় থাকা ভোটারের সংখ্যা ১২ কোটি ৫৫ লক্ষ। যারমধ্যে ৫.৬৭ কোটি মহিলা ভোটার। আর পুরুষ ভোটার হল ৬.৮৮ কোটি।

45
নাম বাদের কার

মহিলা ভোটারের নাম বেশি পরিমাণে বাদ যাওয়ার কারণও জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিক। তিনি বলেছেন, অধিকাংশ মহিলাই বিয়ের পরেও তাদের বাপের বাড়ির ঠিকানায় ভোটার রয়ে গিয়েছিলেন। শ্বশুর বাড়িতে নতুন করে নাম তুললেও বাপের বাড়ির ভোটার তালিকা থেকে নাম কাটেননি। সেগুলি বাদ গিয়েছে। এছাড়াও রয়েছে মৃত ভোটার।

55
SIR শুনানি পর্ব

উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন এখনও পর্যন্ত মোট ৩ কোটি ২৬ লক্ষ ভোটারকে SIR নোটিশ পাঠানো হবে বলে স্থির হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে শুনানি পর্ব। রাজ্যে ৩৭৯৩টি শুনানি শিবির আয়োজন করা হয়েছে। এই রাজ্যে মৃত ভোটারের সংখ্যা ৪৬ লক্ষ ২৩ হাজার।

Read more Photos on
click me!

Recommended Stories