উৎসবের মরশুমে ব্যাপক বৃষ্টিতে ভিজবে বাংলা? রইল আবহাওয়ার বিরাট আপডেট
WB Rain Alerts: উৎসবের মরশুম শুরুর আগেই ফের বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা সহ শহরতলি। কেমন কাটবে পুজো? জানুন আলিপুর আবহাওয়া দফতরের বিরাট আপডেট। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

শুরু বর্ষা বিদায় পর্ব
বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে রাজস্থান থেকে ১৪ সেপ্টেম্বর। রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানাতে শুরু হয়েছে বর্ষা বিদায়। বর্ষা বিদায় রেখা এই মুহূর্তে ভাতিন্দা ফতেহাবাদ পিলানি আজমের দিশা, ভুজ পর্যন্ত বিস্তৃত।উত্তর মধ্য উত্তর প্রদেশ এবং পূর্ব ঝাড়খন্ডে জোড়া ঘূর্ণাবর্ত। পূর্ব ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা যেটি বাংলার উপর দিয়ে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলার বেশিরভাগ এলাকাতে।সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ আট জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া জেলাতে। শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ২-১ জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
আজ অতি ভারী বৃষ্টির সঙ্গে কমলা সতর্কতা। আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকায়। ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। উত্তরবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ভারী বৃষ্টির সতর্কতা
বৃহস্পতিবারে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার ও শনিবারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া থাকবে, মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস।
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি
আজ মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা কমবে।
ভিন রাজ্যের আবহাওয়া
ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিহার এবং উত্তর প্রদেশের একাংশে। সিকিম এবং উত্তরবঙ্গের কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ভারী বৃষ্টি হবে অসম, মেঘালয়, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মাহে, কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়ালা, রায়লসীমাতে ভারী বৃষ্টির আশঙ্কা। তামিলনাড়ু, পন্ডিচেরি, করাই কাল, তেলেঙ্গানা, উত্তরাখন্ড, মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির আশঙ্কা।

