বারাণসীতে মোদীর গাড়ি লক্ষ্য করে জুতো? উত্তরপ্রদেশে কালো মেঘ দেখছে বিজেপি!

Published : Jun 20, 2024, 09:41 AM ISTUpdated : Jun 20, 2024, 09:59 AM IST
Modi

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রীর গাড়ির দিকে ধেয়ে এল চপ্পল! নতুন কোনও ষড়যন্ত্রের ইঙ্গিত? প্রশ্ন উঠল নিরাপত্তা নিয়ে, ভিডিও দেখে আঁতকে উঠল নেটিজনরা

প্রধানমন্ত্রীর গাড়ির উপরে উড়ে এল হাওয়াই চপ্পল! ভয়ঙ্কর কাণ্ড বারাণসীতে। কী ঘটেছিল এদিন?

সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে একটি ভয়ঙ্কর কাণ্ড। প্রধানমন্ত্রীর বুলেট প্রতিরোধী গাড়ির উপরে উড়ে এসে পড়ল একটি বস্তু। যা হাওয়াই চপ্পল বলে অনুমান করছেন নেটিজেনরা। একটি সরকারি কাজে মঙ্গলবার বারাণসী যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে এই প্রথম বারাণসী গিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে খবর, বারাণসীর দশাশ্বমেধ ঘাটের থেকে কেভি মন্দিরের রাস্তায় যেতে গিয়েই এই ঘটনা ঘটে। গাড়ির দিকে লক্ষ্য করে ছুটে আসে একটি বস্তু। তবে উত্তর পর্দেশের এক পুলিশ কর্তা জানিয়েছেন ওই বস্তুটি একটি মোবাইল ফোন। অন্যদিকে কংগ্রেস নেতারা এক্স মাধ্যমে এই ভিডিও শেয়ার করে লিখেছেন "হাওয়াই চপ্পল ছোঁড়া হয়েছে মোদীর দিকে"

 

 

তবে সব মিলিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে বারবার। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে একটা উটকো বস্তু উড়ে এল তা নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

PREV
click me!

Recommended Stories

প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, মুম্বই হামলার 'দায়' নিয়ে ছেড়ে ছিলেন মন্ত্রিত্ব
নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক