অনলাইনে রেলের টিকি‌ট কাটুন, বাতিলও করতে পারবেন সহজে

অনলাইনে টিকিট বাতিল করতে হলে কী করবেন, কীভাবে বুঝবেন আপনার টিকিটের স্টেটাস কী, জেনে নিন

swaralipi dasgupta | Published : Apr 22, 2019 9:07 AM IST

যাত্রীরা রেলের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যে রেলের টিকিট কাটতে পারেন। সম্প্রতি আইআরসিটিসি (ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড টুরিজম করপোরেশন)-এর অনুমোদনে এই পরিষেবা চালু হয়েছে।

আইআরসিটিসি অনলাইনে টিকিট কাটলে, ওয়েবসাইটেই জানা যাবে সেই টিকিটের স্টেটাস, অথার্ৎ টিকিট নিশ্চিত (কনফার্মড), ওয়েটিং লিস্টে নাকি আরএসি (রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন) কিনা। ওয়েবসাইটে যদি যাত্রীর নামের পাশে ‘WL’এর সঙ্গে কোনও নম্বর লেখা থাকে, তার মানে যাত্রীকে অপেক্ষা করতে হবে ওই টিকিটের নিশ্চয়তার জন্য।

আবার যদি ওয়েবসাইটে নামের পাশে ‘RAC’ লেখা থাকে বুঝতে হবে একটি বার্থে দুজন যাত্রী বসবেন। এক্ষেত্রে যাত্রী পুরো একটি বার্থ না পেলেও এটুকু জানতে পারেন যে, তিনি গন্তব্যস্থলে পৌঁছবেন। সেটা ওয়েটিং লিস্টের ক্ষেত্রে হয় না।

অনলাইনে টিকিট বাতিল করতে হলে কী করবেন, কীভাবে বুঝবেন আপনার টিকিটের স্টেটাস কী, জেনে নিন-

Share this article
click me!