অনলাইনে রেলের টিকি‌ট কাটুন, বাতিলও করতে পারবেন সহজে

অনলাইনে টিকিট বাতিল করতে হলে কী করবেন, কীভাবে বুঝবেন আপনার টিকিটের স্টেটাস কী, জেনে নিন

swaralipi dasgupta | Published : Apr 22, 2019 9:07 AM IST

যাত্রীরা রেলের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যে রেলের টিকিট কাটতে পারেন। সম্প্রতি আইআরসিটিসি (ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড টুরিজম করপোরেশন)-এর অনুমোদনে এই পরিষেবা চালু হয়েছে।

আইআরসিটিসি অনলাইনে টিকিট কাটলে, ওয়েবসাইটেই জানা যাবে সেই টিকিটের স্টেটাস, অথার্ৎ টিকিট নিশ্চিত (কনফার্মড), ওয়েটিং লিস্টে নাকি আরএসি (রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন) কিনা। ওয়েবসাইটে যদি যাত্রীর নামের পাশে ‘WL’এর সঙ্গে কোনও নম্বর লেখা থাকে, তার মানে যাত্রীকে অপেক্ষা করতে হবে ওই টিকিটের নিশ্চয়তার জন্য।

Latest Videos

আবার যদি ওয়েবসাইটে নামের পাশে ‘RAC’ লেখা থাকে বুঝতে হবে একটি বার্থে দুজন যাত্রী বসবেন। এক্ষেত্রে যাত্রী পুরো একটি বার্থ না পেলেও এটুকু জানতে পারেন যে, তিনি গন্তব্যস্থলে পৌঁছবেন। সেটা ওয়েটিং লিস্টের ক্ষেত্রে হয় না।

অনলাইনে টিকিট বাতিল করতে হলে কী করবেন, কীভাবে বুঝবেন আপনার টিকিটের স্টেটাস কী, জেনে নিন-

Share this article
click me!

Latest Videos

দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News