বর্ষশেষ এবং বর্ষবরণের জন্য বড়সড় বদল পুরীর জগন্নাথধামে প্রবেশের নিয়মে, তুমুল কড়াকড়ি?

নয়া নিয়ম জারি পুরীতে। 

এই দুদিন চাইলেই যেকোনও পথ দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন না সাধারণ ভক্তরা। পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ এবং বেরোনোর জন্য মোট চারটি পথ রয়েছে। বর্ষশেষ এবং বর্ষবরণের দিন, সাধারণ ভক্তরা কেবলমাত্র মন্দিরের সিংহদ্বার দিয়েই প্রবেশ করতে পারবেন।

তবে বাকি তিনটি দরজা ব্যবহৃত হবে বেরোনোর জন্য। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, কেবল সাধারণ ভক্তদের জন্যই এই নিয়ম কার্যকর করা হবে। মন্দিরের সেবায়েত বা তাদের পরিবারের সদস্যদের জন্য অবশ্য তা বলবৎ করা হচ্ছে না।

Latest Videos

বর্ষশেষ এবং বর্ষবরণের দিনে মন্দিরে ভক্তদের ভিড় তুলনামূলকভাবে বেশি হওয়ারই প্রবল সম্ভাবনা। মন্দির দর্শনের সময়ে কোথাও যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্য এই পদক্ষেপ নিয়েছেন তারা। সেইসঙ্গে, পুরী জেলা প্রশাসন এবং পুলিশের তরফ থেকেও আগাম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সিংহদ্বার থেকে শহরের বাজার এলাকা পর্যন্ত রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, যাতে ভক্তেরা শৃঙ্খলাবদ্ধভাবে মন্দিরে প্রবেশ করতে পারেন।

এই প্রসঙ্গে, ওড়িশার ডিআইজি (সেন্ট্রাল) চরণসিংহ মীনা জানিয়েছেন, এই দুদিন পুরীর জগন্নাথধামে নিরাপত্তা এবং ভিড় সামলানোর জন্য ৬০ প্ল্যাটুন পুলিশ মোতায়েন করা হবে। সাধারণত এক একটি প্ল্যাটুনে ৩০ জন করে পুলিশকর্মী থাকেন। সেক্ষেত্রে মোতায়েন হওয়া পুলিশকর্মীদের সংখ্যা প্রায় দেড় হাজারের আশপাশে হতে পারে বলে জানা যাচ্ছে।

অনদিকে, জগন্নাথ মন্দিরে ভিড় সামলানোর দায়িত্বে থাকবেন অন্তত ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৩৩ জন ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক। অন্যদিকে, ছিনতাইবাজদের রোখার জন্য মন্দিরের ভিতরে মোতায়েন থাকবে পুলিশের দুটি পৃথক দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral