আগামী মহাকুম্ভে নদী থাকবে না, বালির ওপর হবে! প্রধানমন্ত্রী মোদীকে খোলা চিঠি সোমন ওয়াংচুকের

Published : Feb 27, 2025, 10:57 AM IST
MahaKumbh

সংক্ষিপ্ত

লাদাখের পরিবেশকর্মী সোমন ওয়াংচুক তাঁর লেখা চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। তিনি বলেছেন, ভারতের অনেক নদীর উৎস হিমালয়। আর সেখানে হিমবাহগুলি দ্রুত গলে যাচ্ছে।

পরিবেশ দূষণ ও হিমালয়ের বরফ গলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi)চিঠি লিখলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক (Soman Wangchuk)। তিনি নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে বলেছেন, এরপর ১৪৪ বছর পরে যখন এমনই মহাকুম্ভ মেলা (PM Narendra Modi) হবে তখন হয়তো আর সেখানে নদী থাকবে না। নদীর পরিবর্তে বালির ওপরই আয়োজন করতে হবে এমন পবিত্র অনুষ্ঠান। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে হারে হিমালয়ের বরফ গলছে তাতে দ্রুত শুকিয়ে যেতে পারে ভারতের নদীগুলি। তিনি আরও বলেছেন, ভারতের অধিকাংশ নদীই হিমালয়ের বরফগলা জলে পুষ্ট।

লাদাখের পরিবেশকর্মী সোমন ওয়াংচুক কুম্ভমেলা নিয়ে  তাঁর লেখা চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। তিনি বলেছেন, ভারতের অনেক নদীর উৎস হিমালয়। আর সেখানে হিমবাহগুলি দ্রুত গলে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা খোলা চিঠিতে সোমন বলেছেন, হিমালয়ের হিমবাহের অবস্থা মূল্যায়ন করার জন্য দ্রুত একটি কমিশন গঠন করা উচিৎ। তিনি আরও বলেছেন, ভারতের উচিৎ হিমবাহ সংরক্ষণের নেতৃত্ব নিজের হাতে তুলে নেওয়া।

চিঠিতে সোনম ওয়াংচুক লেখেন, 'ভারত হিমবাহের সংরক্ষণে নেতৃত্ব দিতে হবে। কারণ আমাদের হিমালয় আছে। গঙ্গা ও যমুনর মত পবিত্র নদীর উৎসস্থল হিমালয়।' তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত উদ্যোগের অনুরাগী। আর সেই কারণেই হিমালয়ের বদল রুখতে দেওয়ার কাজ তাঁর হাতেই শুরু হওয়া জরুরি। সোনম আরও বলেছেন, 'যেমনটি আমরা সকলেই জানি, হিমালয়ের হিমবাহ খুব দ্রুত গলে যাচ্ছে। এই হারেই যদি হিমাবহ গলতে থাকে এবং বন উজাড় হতে থাকে, তাহলে কয়েক দশকের মধ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধুর মতো আমাদের পবিত্র নদীগুলি মৌসুমী নদীতে পরিণত হতে পারে। এর অর্থ এও হতে পারে যে পরবর্তী মহা কুম্ভ শুধুমাত্র পবিত্র নদীর বদলে বালিতেই অনুষ্ঠিত হতে পারে।'

অন্যদিকে মহাশিবরাত্রি উপলক্ষে মহাকুম্ভে শাহী স্নান ছিল। উত্তরপ্রদেশ প্রশাসনের দাবি কয়েক লক্ষ মানুষ সেখানে স্নান করেছেন। এবার কুম্ভমেলায় কয়েক কোটি মানুষের সমাগম হয়েছে। তবে কুম্ভমেলায় এই ভিড় নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশকর্মীরা। তাঁদের কথায় দূষিত হচ্ছে নদীর জল। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ উত্তরপ্রদেশের যোগী প্রশাসন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়