সকাল থেকেই শ্বাসকষ্ট শুরু, দ্রুত হাসপাতালে ভর্তি করা হল প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে

Published : Jan 04, 2023, 02:56 PM IST
sonia gandhi

সংক্ষিপ্ত

বুধবার আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় সোনিয়া গান্ধীর। তাঁকে এরপর হাসপাতালে ভর্তি করা হয়। এই সময় তাঁর সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। তবে নিয়মিত চেকআপ চলছে বলে জানানো হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। সূত্র জানিয়েছে, তাকে নিয়মিত চেকআপের জন্য ভর্তি করা হয়েছে। সোনিয়া

গান্ধীকে এর আগে ২০২২ সালের ১৮ জুন নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। ১২ জুন করোনায় আক্রান্ত হয়ে তাঁর শারীরিক পরিস্থিতি জটিল হয়ে যায়। উল্লেখ্য, প্রবীণ কংগ্রেস নেতা গত বছর দুবার কোভিড সংক্রমণে আক্রান্ত হন।

বুধবার আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় সোনিয়া গান্ধীর। তাঁকে এরপর হাসপাতালে ভর্তি করা হয়। এই সময় তাঁর সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। তবে নিয়মিত চেকআপ চলছে বলে জানানো হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

PREV
click me!

Recommended Stories

লক্ষ্য বাংলা জয়, কাল প্রথম বৈঠকেই বড় বার্তা দিতে পারেন বিজেপি সভাপতি নিতিন নবীন
প্রজাতন্ত্র দিবসে প্রথমবার আসছে ভারতের হাইপারসনিক মিসাইল, জানুন এটি ঠিক কতটা শত্তিশালী