দিল্লির নৃশংস খুনের ঘটনায় সামনে আসছে একাধিক তথ্য, রইল দেশের ১০টি গুরুত্বপূর্ণ খবর

দিল্লির কানঝাওয়ালার ঘটনায় একাধিক ভয়ঙ্কর তথ্য সামনে আসছে। মৃতার বন্ধুই প্রধান সঙ্গী। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বুধবার থাকবে উত্তর প্রদেশে

১. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ব্রিট্রেনের রাজা তৃতীয় চার্লেসের সঙ্গে কথা বলেছেন। তাঁরা মূলত জলবায়ু পরিবর্তনের বিষয়, জীববৈচিত্র্য সংরক্ষণ ও অর্থায়নের জন্য শক্তি পরিবর্তনের উদ্ভাবনী বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। মঙ্গলবার একটি বিবৃতি জারি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ের তরফ থেকে জানান হয়েছে।

G-20 থেকে পরিবেশ সুরক্ষা , একগুচ্ছ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী মোদীর কথা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে

Latest Videos

 

২. আগামী ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চায় অংশ গ্রহণ করতে পারেন। এখনও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিত জানান হয়নি। সম্ভবত ইন্দোরে হতে পারে পরীক্ষা পে চর্চা। গত দুই বছর করোনাভাইরাসের সংক্রমণের জন্য ভার্চুয়ালি হয়েছিল পরীক্ষা পে চর্চার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পরীর্থী পড়ুয়াদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

৩. মঙ্গলবার ভারত জোড়ো যাত্রা উত্তর প্রদেশে প্রবেশ করেছে। কালও এই যাত্রা উত্তর প্রদেশে থাকবে। এদিন রাহুল গান্ধীকে প্রিয়াঙ্কা গান্ধী যোদ্ধা হিসেবে বর্নণা করেছে। এদিন সকাল ১০টায় ভারত জোড়ো যাত্রা দিল্লির কাশ্মীর গেটের হনুমান মন্দির থেকে শুরু হয়। গাজিয়াবাদের লোনি সীমান্তে তাদের স্বাগত জানায় উত্তর প্রদেশে কংগ্রেস। এআইসিসি সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল, দলের সাংসদ প্রমোদ তিওয়ারি, দিল্লি কংগ্রেসের প্রধান অনিল কুমার চৌধুরী এবং অম্বিকা সোনি এবং অভিষেক দত্তের মতো অন্যান্য কংগ্রেস নেতারা অন্তর্ভুক্ত ছিলেন। প্রাক্তন কংগ্রেস সদস্য এবং এখন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও দিল্লি থেকেই রাহুলের সঙ্গে ছিলেন। কালও থাকবে উত্তর প্রদেশে।

ভারত জোড়ো যাত্রায় রাহুল-প্রিয়াঙ্কার মিষ্টি ছবি, প্রাক্তন RAW প্রধান সামিল কংগ্রেসের সঙ্গে

 

৪. দিল্লির কানঝাওলায়ায় মহিলাকে গাড়িতে ধাক্কা মেরে ১২ কিলোমিটার টেনে হিঁচড়ে নয়ে যাওয়ার ঘটনায় মৃতার অটোপসি রিপোর্ট সামনে এল। অনেকেই মনে করেছিলেন মহিলাকে যৌন হেনস্থা করা হয়েছে। কিন্তু সূত্রের খবর মহিলার অটোপসি রিপোর্ট যৌন হেনস্থার কোনও চিহ্ন পাওয়া যায়নি। সূত্রের খবর মহিলার গোপানাঙ্গে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ সূত্রের খবর, মহিলার স্কুটিতে প্রথমে ধাক্কা মারে গাড়িটি। তারপর সেই অবস্থাতেই গাড়িতে প্রায় ১২ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। তাতেই মৃত্য হয় মহিলার।

চলতি মাসে বিজেপির দুই দিনের শীর্ষ বৈঠক, মেয়াদ বাড়তে পারে জেপি নাড্ডার

 

৫. সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়ে চারজন সমকামী এবার দ্বারস্থ হলো শীর্ষ আদালতের। চলতি মাসেই এই আবেদনের শুনানি করার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। বর্তমানে প্রচলিত এমন অনেক আইনি অধিকারই আছে যা শুধুমাত্র প্রযোজ্য সাধারণ দম্পতিদের জন্য, এই অধিকারগুলি যাতে সমকামী দম্পতিরাও অ্যাক্সেস করতে পারেন সেই জন্যও এলজিবিটিকিউ ইউনিয়নের সদস্যরা দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূদের নেতৃত্বে একটি বেঞ্চ শীঘ্রই শুনানি করবে এই মামলার। প্রসঙ্গত উল্লেখযোগ্য সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য গত মাসেই সুপ্রিম কোর্ট একটি নোটিশ দিয়েছিলো কেন্দ্রকে।

সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়ে শীর্ষ আদালতে রুজু হয়েছিল মামলা, চলতি মাসেই শুনানি

 

৬. মন্ত্রীদের বা পাবলিক অফিসে বসা লোকদের বক্তৃতা নিষিদ্ধ করা হবে না, সুপ্রিম কোর্ট এমনই জানিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে সম্মিলিত দায়িত্বের নীতি প্রয়োগ করা সত্ত্বেও, একজন মন্ত্রীর একটি বিবৃতি পরোক্ষভাবে সরকারের সাথে যুক্ত হতে পারে না। আদালত তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বলেছে, সংবিধানের ১৯ (২) অনুচ্ছেদে উল্লেখিত বিধিনিষেধ ছাড়া স্বাধীন মতপ্রকাশের বিরুদ্ধে কোনো অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা যাবে না।

'মন্ত্রীর বক্তব্যকে সরকারের বক্তব্য বলা যাবে না', মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

 

৭. মঙ্গলবার বিহারের পাটনা বিমানবন্দরে গোফার্স্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে এক ঝাঁক পাখির সংঘর্ষ হয়। এ কারণে বেশ কিছুক্ষণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিমানটি। তবে পাইলট তৎক্ষণাৎ বিমানটিকে সম্পূর্ণ নিরাপদ ভাবে জরুরি অবতরণ করান। ১৪২ জন যাত্রী এবং ৬ জন ক্রু সহ মোট ১৪৮ জন বিমানটিতে ছিলেন। সবাই নিরাপদ অবস্থাতেই অবতরণ করেছেন বলে জানা গিয়েছে। গভীর রাত পর্যন্ত বিমানের সংঘর্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছিল। দুর্ঘটনার তদন্তও শুরু হয়েছে।

৮. চলতি মাসেই বিজেপির কার্যনির্বাহী বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ১৬-১৭ জানুয়ারি দুই দিনের জন্য দিল্লিতে হবে এই বৈঠক। সূত্রের খবর বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডার মেয়াদ বাড়ান হতে পারে এই বৈঠকে। যার অর্থৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত জেপি নাড্ডারেই পদ্ম শিবিরের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রেখে দেওয়া হবে।

 

৯.মধ্যপ্রদেশে মিশন ২০২৩-এর প্রস্তুতি শুরু হয়েছে। পঞ্চমবারের মতো রাজ্যে পদ্ম ফোটানোর স্বপ্ন দেখা বিজেপিকে বিপাকে ফেলেছে সমীক্ষা। রাজ্য প্রধান শিবরাজ সিং চৌহান আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সমীক্ষা করেছেন। এগুলোর অধিকাংশই একই রকম ফলাফল দিয়েছে। এই সমীক্ষায় ৫০জনেরও বেশি বর্তমান বিধায়কের অবস্থা খারাপ বলে বর্ণনা করা হচ্ছে। একই সময়ে, এক ডজনেরও বেশি মন্ত্রীর মধ্যে সিন্ধিয়াপন্থী মন্ত্রীদের অর্ধেকেরও বেশির অবস্থা দুর্বল বলা হচ্ছে।

মধ্যপ্রদেশে মিশন ২০২৩-এর জন্য বিজেপির সমীক্ষা রিপোর্ট, সিন্ধিয়াপন্থী মন্ত্রী সহ ৫০জন বিধায়কের টিকিট অনিশ্চিত

 

১০.এখন দেশের ধর্মাচার্য ও হিন্দু ধর্ম বিশেষজ্ঞরা চলচ্চিত্র ও টেলিভিশন সিরিয়ালে হিন্দু ধর্মের অবমাননা সংক্রান্ত বিষয়বস্তু পর্যালোচনা করবেন। এর জন্য শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ একটি ধর্মীয় সেন্সর বোর্ড গঠন করতে চলেছেন, যা শিগগিরই কাজ শুরু করবে। এই বোর্ড শুধুমাত্র স্বামী অভিমুক্তেশ্বরানন্দের পৃষ্ঠপোষকতায় কাজ করবে।

হিন্দু ধর্ম-সমাজ নিয়ে তৈরি হওয়া সিনেমা-সিরিয়াল মনিটরিং করবেন দেশের ধর্ম বিশেষজ্ঞরা, তৈরি নতুন সেন্সর বোর্ড

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী