কালোজাদুর মন্দিরে ১১টি লেবুর বলি,অভিনব পুজো প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে

বারাণসীতে লেবুর দাম কমানোর জন্য বিশেষ পুজোর আয়োজন করা হয়। মা আদিশক্তির মন্দিরে অনুষ্ঠিত হয়েছিল এই বিশেষ পুজো। এই মন্দির কালোজাদুর কেন্দ্রস্থল হিসেবেই পরিচিত।


আলু, পেঁয়াজ , আদা রসুনের দাম ক্রমশই বাড়চ্ছে। কিন্তু এগুলির থেকে দ্রুত হারে বাড়ছে লেবুর দাম। বর্তমানে গোটা বেশেরই পাতি লেবুর কিলো ৩০০ টাকা। যার অর্থ প্রমাণ সাইজের একটি লেবু বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। লেবুর এই ক্রমবর্ধমান দাম বৃদ্ধিতে রীতিমত সমস্যায় পড়েছেন দেশের সাধারণ মধ্যবিত্তি। কারণ গরমের এই সময় লেবু অত্যান্ত জরুরি ও উপকারী। কিন্তু লেবু কিনতেই পটেকে আগুন লেগে যাচ্ছে। আর সেই কারণেই লেবুর দামে নাগাল পরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্রে পুজো করলেন তাঁর অনুগামীরা। 

বারাণসীতে লেবুর দাম কমানোর জন্য বিশেষ পুজোর আয়োজন করা হয়। মা আদিশক্তির মন্দিরে অনুষ্ঠিত হয়েছিল এই বিশেষ পুজো। এই মন্দির কালোজাদুর কেন্দ্রস্থল হিসেবেই পরিচিত। আর আমরা সকলেই জানি কালোজাদু বা ব্ল্যাক ম্যাজিকে লেবু অত্যান্ত গুরুত্বপূর্ণ উপাদান। এদিন দেবীকে তুষ্ট করার জন্য ১১টি লেবুর বলি দেওয়া হয়। 

Latest Videos

পুজোর উদ্যোক্তা ছিলেন হরিশ মিশ্রা। তন্ত্র পুজোর মাধ্যমে মানুষের মনে উচ্ছে পুরণ করা যায়।- দাবি করেছেন তিনি। আর বলেছেন, লেবুর দাম কমুক- এই উচ্ছে তাঁর একার নয়। সকলেই এটা চায়। সেই জন্য সকলের মনের ইচ্ছে দ্রুত পুরণ হবে বলেও আশা করছেন। বলেছেন আগামী কয়েক দিনের মধ্যে লেবুর দাম কমবে বলেও আশাবাদী তিনি। হরিশ মিশ্র বলেন লেবুর গ্রাহকদের কল্য়াণের জন্যই এই পুজোর আয়োজন করা হয়েছিল। লেবুর দাম নিয়ে সরকার ও প্রশাসন নীরব রয়েছে সেই কারণেই তাঁদের ঈশ্বরের স্মরণ নিতে হয়েছে। 

এই বছর গোটা দেশেই লেবুর দাম ক্রমাগত বাড়ছে। প্রতিকূল পরিবেশ আর প্রবল গরমের জন্য লেবুর ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি করোনার কারণে গোটা দেশেই লেবুর চাহিদাও অত্যান্ত বেশি। চাহিদা অনুযায়ী যোগান না থাকায় লেবুর দাম বেড়েছে বলেও মনে করছে অনেকে। কিন্তু সরকার এই বিষয়ে সম্পূর্ণ নীরব। সম্প্রতি উত্তর প্রদেশেই ৬০ কিলো পাতিলেবু চুরির মত ঘটনাও ঘটেছে। যা নিয়ে থানা পুলিশও হয়েছে। বাহাদুরগঞ্জের সবজি বিক্রিতা মনোজ কাশ্যপ এই ঘটনার কথা পুলিশকে জানিয়েছেন। তিনি বলেছেন, তালা ভেঙে তাঁর গুদাম ঘরে ঢুকে ছিল চোর। সেখান থেকেই লুঠপাট চালিয়েছে। তিনি আরও জানিয়েছেন পেঁয়াজের দাম সাধ্যের মধ্যে থাকলেও লেবুর দাম অসম্ভব বৃদ্ধি পেয়েছে। তাই জন্যই চুরি হয়েছে। তবে এই চুরির কারণে তাঁকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। তিনি আরও জানিয়েছেন দীর্ঘদিন ধরে ব্যবসা করলেও এজাতীয় কোনও ঘটনা ঘটেনি। 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury