আর বঞ্চিত থাকবে না দেড় কোটি মানুষ! ঐতিহাসিক সিদ্ধান্তে শুরু কাশ্মীরের নতুন যুগ


এতদিন দেশের বাকি অংশের নাগরিকদের মতো সুযোগ সুবিধা পেতেন না কাশ্মীরিরা। বঞ্চিত ছিলেন জম্মু কাশ্মীরের দেড় কোটি মানুষ। ৩৭০ ধারা বাতিল হওয়ায় এই বৈষম্য আর থাকল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি কাশ্মীরে এবার উন্নয়নের নয়া যুগ শুরু হবে।

দেশের বাকি অংশের নাগরিকরা যে সব আইনি সুযোগ সুবিধা পান, সরকারি প্রকল্পের যে সব সুবিধা পেয়ে থাকেন তা থেকে এতদিন বঞ্চিত ছিলেন জম্মু কাশ্মীরের দেড় কোটি মানুষ। কিন্তু ৩৭০ ধারা বাতিল হওয়ার ঐতিহাসিক সিদ্ধান্তের পর এই বৈষম্য আর থাকল না, বলেই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বললেন, এবার বাকি দেশের সঙ্গে তাল মিলিয়ে উপত্যকাতেও ছুটবে উন্নয়নের রথ।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদী জানান, এতদিন জম্মু কাশ্মীরের শিশুরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত ছিল। সারা দেশের মহিলারা যেসব সুবিধা পান, তা মিলত না এই রাজ্যে। সাফাই কর্মচারী অ্যাক্ট, দলিত অত্যাচার বিরোধী আইন, সংখ্যালঘু উন্নয়ন থেকে ন্যুনতম বেতনের আইন - এতদিন এইসব কাশ্মীরে কাগজে কলমেই ছিল। কাজের কাজ কিছুই হত না।

Latest Videos

জম্মু-কাশ্মীরে যেদিন থেকে রাজ্যপালের শাসন চলছে সেই দিন থেকেই রাজ্যে সুশাসনের প্রভাব পড়তে শুরু করেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ এতদিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ ফেলে রাখা হত। গত ৫-১০ বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আটকে রয়েছে। সেগুলির কাজ এইবার দ্রুত হয়ে যাবে বলেই প্রতিশ্রুতি দিয়েছেন মোদী।

শুধু তাই নয়, জম্মু কাশ্মীরের শিল্প, শিক্ষা, প্রযুক্তি সমস্ত কিছুর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী দেশের বাকি অংশকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, একটা সময় বলিউডের ফিল্ম বানানো হত কাশ্মীরে। এইবার সারা পৃথিবী থেকে পরিচালকরা ফিল্ম বানাতে আসবেন উপত্যকায়। তাঁর মতে লাদাখ স্পিরিচুয়াল টুরিজম, অ্যাডভেঞ্চার টুরিজম এবং ইকো টুরিজমে দেশের সবচেয়ে বড় কেন্দ্র হয়ে উঠতে পারে। তিনি জানান, লাদাখে অনেক ভেষজ উপাদান রয়েছে, যার খবর প্রায় কেউ জানেন না। সেই সব অজানা ভেষজ উপাদান সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে।

 

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today