মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে লঞ্চে ধাক্কা স্পিডবোটের, মৃত ২, উদ্ধার ৭৫ জন

আরব সাগরের তীরে অবস্থিত মুম্বই। ফলে এই শহরের বাসিন্দাদের যাতায়াতের অন্যতম মাধ্যম লঞ্চ, বোট, জাহাজ। উত্তাল সমুদ্রে অনেক সময়ই দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। বুধবার তেমনই দুর্ঘটনা ঘটে গেল।

বুধবার মুম্বই উপকূলে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। নীলকমল নামে এক লঞ্চ গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা আইল্যান্ডের দিকে রওনা হওয়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনা ঘটে। এই লঞ্চে ধাক্কা মারে এক স্পিডবোট। এই লঞ্চে ছিলেন ৮০ জন যাত্রী এবং ৫ জন কর্মী। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই উদ্ধারকার্য শুরু করে নৌবাহিনী ও উপকূলরক্ষীবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও কয়েকজন নিখোঁজ। উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে নৌবাহিনী ও উপকূলরক্ষীবাহিনী। নৌবাহিনীর ১১টি বোট, মেরিন পুলিশের তিনটি ভেসেল, উপকূলরক্ষীবাহিনীর একটি বোট উদ্ধারকার্য চালাচ্ছে। এছাড়া চারটি হেলিকপ্টারের মাধ্যমেও তল্লাশি চালানো হচ্ছে। জওহরলাল নেহরু বন্দর কর্তৃপক্ষ, স্থানীয় মৎস্যজীবীরাও উদ্ধারকার্যে সাহায্য করছেন।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

Latest Videos

আরব সাগরে কীভাবে এই দুর্ঘটনা ঘটে গেল, তা এখনও স্পষ্ট নয়। তবে উদ্ধারকার্যের ভিডিও প্রকাশ্যে এসেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, ডুবতে থাকা লঞ্চ থেকে যাত্রীদের উদ্ধার করে অন্য লঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। লাইফ জ্যাকেট পরে উদ্ধারকারী লঞ্চে উঠছেন যাত্রীরা। উদ্ধারকার্য যেভাবে চলছে, তাতে খুব তাড়াতাড়ি হয়তো বেশিরভাগ যাত্রীকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

দুর্ঘটনার তদন্তে নৌবাহিনী

নৌবাহিনীর পক্ষ থেকে এখনও সরকারিভাবে দুর্ঘটনার বিষয়ে কিছু জানানো হয়নি। তবে নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে, লঞ্চে যে স্পিডবোট ধাক্কা মারে সেটি রিজিড ইনফ্ল্যাটেবল বোট। এই বোটের ইঞ্জিনে কিছু সমস্যা দেখা যায়। এই কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। শুধু ইঞ্জিনে গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটেছে না অন্য কোনও কারণ রয়েছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শ্রীলঙ্কার নৌবাহিনীর জাহাজের ধাক্কায় তামিল জেলেদের নৌকাডুবি! হাসপাতালে ভর্তি মৎসজীবীরা

দশমীর রাতে মালদহে ফের নৌকাডুবি, মহানন্দায় তলিয়ে গেলেন যাত্রীরা

রূপনারায়ণে নৌকাডুবি, কী সাফাই দিলেন শুভেন্দু

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury