দেশবাসীর মানসিক স্বাস্থ্যের লক্ষ্য রাখবেন দীপিকা, স্বাস্থ্য মন্ত্রকের নতুন দায়িত্বে বলিউড অভিনেত্রী

Published : Oct 11, 2025, 12:24 PM IST

India s first Mental Health Ambassador: বি-টাউনে আবার এলো দারুণ সুখবর। বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের মুকুটে জুড়ল আরও একটি সাফল্যের পালক। ভারতের প্রথম মেন্টাল হেলথ অ্যাম্বাসডর হলেন তিনি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
মানসিক স্বাস্থ্যের প্রচারের দূত

আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এখন জীবন বড্ড অনিয়মিত হয়ে গিয়েছে। গ্রাস করছে অবাঞ্ছিত চিন্তা। একদিকে শারীরিক স্বাস্থ্যের অবনতি অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক স্বাস্থ্যও। মন ভালো না থাকলে তার প্রভাব যে শরীরের ওপর পড়ে সে কথা বলাই বাহুল্য। আর তাই তো এবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ভারতীয়দের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে নতুন পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর মন্ত্রক। 

25
দীপিকার কাঁধে নতুন দায়িত্ব

১০ অক্টোবর শুক্রবার ছিলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। আর বিশেষ এই দিনে ভারতীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রচারে নতুন উদ্যোগ নিলো মোদী সরকারের স্বাস্থ্য মন্ত্রক। বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে ভারতের মানসিক স্বাস্থ্য সচেতনতার দূত হিসেবে নিযুক্ত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। 

35
দেশের মধ্যে প্রথম মানসিক স্বাস্থ্য প্রচারের দূত

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ঘোষণা অনুযায়ী দীপিকা পাড়ুকোন হলেন দেশের মধ্যে প্রথম মানসিক স্বাস্থ্য প্রচারের দূত। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রকের তরফে শুক্রবার দীপিকাকে এই পদে নিযুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে নতুন দায়িত্ব পেয়ে আপ্লুত রণবীর সিং ঘরণী।  

45
কী বলছেন দীপিকা ?

শুক্রবার তাঁঁকে এই পদে  নিযুক্ত করার কথা ঘোষণার পরই দিল্লিতে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং স্বাস্থ্য সচিব  পুণ্যসলিলা শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাত করেন তিনি। দীপিকা বলেন,  ‘’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত মানসিক স্বাস্থ্যের যত্নকে গুরুত্ব দিয়েছে। আমি এত বড় সম্মান পেয়ে গর্বিত। মন্ত্রকের সঙ্গে কাজ করব এবং দেশের মানসিক স্বাস্থ্যকে আরও মজবুত করে তুলতে পারব বলে আশা করছি।'' 

55
নতুন দায়িত্বে দীপিকা
Read more Photos on
click me!

Recommended Stories