জল ফুঁড়ে বেরিয়ে আসছে বিশাল বড় মাটির চাঁই, দেখুন অবাক করা ভাইরাল ভিডিও

Published : Jul 23, 2021, 01:22 PM ISTUpdated : Jul 23, 2021, 01:23 PM IST
জল ফুঁড়ে বেরিয়ে আসছে বিশাল বড় মাটির চাঁই, দেখুন অবাক করা ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

পানিপথের ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের। ভিডিওটিতে দেখা যাচ্ছে জল সরে যাচ্ছে ক্রমশ।

উত্তর প্রদেশের পানিপথ এখন খবরের শিরোনামে। পানিপথের ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে জল সরে যাচ্ছে ক্রমশ। আর উঠে আসছে মাটির বিশাল চাঁই। পানিপথের এই ভিডিও দেখে রীতিমত ভয় ধরেছে। 

এত দ্রুত জল সরে গিয়ে মাটির চাঁই উঠে এসেছে, দেখে যেন মনে হচ্ছে মাটি ফুঁড়ে কোনও বিশালাকায় প্রাণী বেরিয়ে আসছে বাইরে। পানিপথের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। 

১ মিনিট ৫৮ সেকেন্ডের এই ভিডিওটিকে অতিপ্রাকৃত বলে বর্ণনা করেছেন অনেকে, অনেকে আবার এটিকে অলৌকিক ঘটনা বলে শেয়ার করেছেন। 

PREV
click me!

Recommended Stories

মিজোরামে বিদেশি মুদ্রা ও চোরাই পণ্যের চালানের ছক বানচাল! অসম রাইফেলসের হাতে ধৃত ১
৩৩৩৫ কোটি টাকা ২০২৪ সালে BJP-র নির্বাচনী খরচ, দেশের সবথেকে 'ধনী' রাজনৈতিক দলের আয় কত