Strawberry Moon: চাঁদ আসবে আপনার ঘরে! ১১ বছর পরে মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকুন আপনিও

Published : Jun 07, 2025, 03:41 PM IST

Strawberry Moon:আগামী ১০ আর ১১ জুন ঘটতে চলেছে মহাজাগতিক ঘটনা। চাঁদ আসবে আপনার ঘরের দোরগোড়ায়। স্ট্রবেরি মুনের কারণ হল দিগন্ত রেখার সবথেকে কাছে থাকবে চাঁদ। তাই অন্যান্যদিনের তুলনায় অনেক অনেক বড় দেখাবে চাঁদকে।

PREV
110
মহাজাগতিক ঘটনা

আগামী ১০ আর ১১ জুন ঘটতে চলেছে মহাজাগতিক ঘটনা। চাঁদ আসবে আপনার ঘরের দোরগোড়ায়।

210
কাছাকাছি চাঁদ

দিগন্ত রেখার সবথেকে কাছে থাকবে চাঁদ। তাই অন্যান্যদিনের তুলনায় অনেক অনেক বড় দেখাবে চাঁদকে।

310
খোলা চোখে

পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে চাঁদের আলো অতিক্রম করে আপনার চোখে ধরা দেবে চাঁদ। তাই দীর্ঘ সময় ধরেই একই উচ্চতায় দেখা যাবে চাঁদকে।

410
চাঁদ দেখার সময়

১০ ও ১১ জুন টান দুই দিন বড় দেখবে চাঁদকে। সময় হল রাত ১২টা বেজে ২০ মিনিট থেকে ৩টে ৪৪ মিনিট পর্যন্ত।

510
কতটা বড় হবে চাঁদ?

অন্যান্য দিনের তুলনায় ৯৯.৬০ শতাংশ বড় দেখাবে চাঁদকে। অর্থাৎ অনেকটাই বড় দেখাবে।

610
কারণ

কারণ সূর্য ও চাঁদের কৌণিক মহাজাগতিক আবস্থান। যার কারণেই এই মহাজাগতিক ঘটনা ঘটবে। এই ঘটনার নাম হল স্ট্রবেরি মুন। এই সময় চাঁদের রঙ অনেকটা হালকা গোলাপি রঙের হয়ে যায়।

710
বৈজ্ঞানিক নাম

বিজ্ঞানিরা এই ঘটনাকে স্ট্যাডিং স্টিল মুল বলেন। দীর্ঘ দিন পরে দেখা যাচ্ছে এই ঘটনা।

810
শেষবার স্ট্রবেরি মুন

শেষবার স্ট্রবেরি মুন দেখা গিয়েছিল ২০০৬ সালের জুন মাসে। অর্থাৎ ১১ বছর পরে দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা। এরপর ২০৪৩ সালে আবার এই ঘটনা ঘটবে।

910
বৈজ্ঞানিক কারণ

পৃথিবী তার কক্ষে সূর্যের থেকে সাড়ে ২৩ ডিগ্রি কৌণিক ভাবে হেলে আছে। জুন মাসে পৃথিবীর বুকে সবথেকে সরাসরি সূর্যের আলো পড়ে। পৃথিবীর উপগ্রহ চাঁদ গড়ে ৪ লক্ষ কিলোমিটার দূরে থাকে। সেই কারণে পৃথিবীর কক্ষ হেলে থাকায় চাঁদ সচরাচর সাড়ে ৫ ডিগ্রি কৌণিক অবস্থানে থাকে। এরমধ্যে কখনও চাঁদ সাড়ে ৫ ডিগ্রি নিচে বা ওপরে থাকে।

1010
১৮ বছরে ১বার

স্ট্রবেরি মুনের সময় সব থেকে নিচের দিকের সাড়ে ৫ ডিগ্রি কৌণিক অবস্থানে চলে আসে। যা ১৮ বছরে মাত্র ১ বার হয়। তাই এই সুযোগ ছাড়বেন না। মেঘলা আকাশ থাকলে আলাদা কথা। কপাল গুণে যদি আকাশ পরিষ্কার থাকে, তাহলে কোনো রকম যন্ত্রপাতি ছাড়াই আপনি হাতে চাঁদ পেতে পারেন।

Read more Photos on
click me!

Recommended Stories