দিল্লির দূষণ মারাত্মক আকার নিচ্ছে, কাল থেকেই কড়াকড়ি শুরু করে দিল প্রশাসন

বিএসই ৩ র নীচে থাকা পেট্রোল গাড়ি ও বিএসই ৪এর নীচে থাকা ডিজেল গাড়ি চলাচল করতে পারবে না দিল্লির রাস্তা দিয়ে

 

দিল্লির দূষণ মারাত্মক আকার নিচ্ছে। বায়ুর গুণগতমান বা সূচক বা AQI গুরুতর জায়গায় পৌঁছে গেছে। নিয়ন্ত্রণের জন্য দিল্লিতে কঠোর ব্যবস্থা করা হয়েছে। দিল্লিতে যে কোনও অপ্রয়োজনীয় নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) শুক্রবার সকাল ৮টা থেকে কার্যকর হওয়া দূষণের প্রশমনের মাত্রা GRAP-3 বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী মারলেনা জানিয়েছে, GRAP-3 বা গ্রেডেড রেসপন্স অ্যাকসন প্ল্যান ৩ শুক্রবার সকাল থেকেই কার্যকর করা হচ্ছে। বেশ কিছু নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। নির্মাণ কাজ বন্ধ থাকবে। ভাঙাভাঙি করা যাবে না। পাশাপাশি শুক্রবার থেকেই দিল্লির সব প্রাথমিক স্কুলে অনলাইন পঠনপাঠন শুরু করা হবে। পরবর্তী নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে বলেও জানিয়ে দিয়েছে দিল্লির প্রশাসন।

Latest Videos

দূষণ নিয়ন্ত্রণে দিল্লি প্রশাসনের কড়াকড়িঃ

১। অপ্রয়োজনীয় সমস্ত নির্মাণকাজ বন্ধ থাকবে। ভাঙার কাজও বন্ধ থাকবে। জাতীয় নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থা ও কিছু সরকারি পরিকাঠামো সংক্রান্ত নির্মাণ কাজকে এই কড়াকড়ির আওতার বাইরে রাখা হয়েছে।

২। বিএসই ৩ র নীচে থাকা পেট্রোল গাড়ি ও বিএসই ৪এর নীচে থাকা ডিজেল গাড়ি চলাচল করতে পারবে না দিল্লির রাস্তা দিয়ে। এই নিয়ম কার্যকর থাকবে দিল্লি ও সংলগ্ন উত্তরপ্রদেশের গুরুগ্রাম , ফরিদাবাদ, গাজিয়াবাদ ও নয়ডায়।

৩। নিয়ন্ত্রণ করা হবে বাস চলাচলে। অন্তর্রাজ্য পরিবহণের ক্ষেত্র বৈদ্যুতিক , সিএনসি, ডিজেল চালিত বিএস ৬ বাস ছাড়া অন্য কোনও বাস চলাচল করবে না।

৪। খুব প্রয়োজন ছাড়া চলবে না জেনারেটর।

৫। GRAP-3 কার্যকর থাকাকালীন রাস্তায় ধুলো নিয়ন্ত্রণে রাখতে আরও বেশি পরিমাণ জল ছড়ানোর ব্যবস্থা কার্যকর করা হবে।

দিল্লির দূষণ মারাত্মক আকার নিয়েছে। দূষণের তালিকায় দিল্লির পরেই রয়েছে চণ্ডীগড়। দিল্লি ও সংলগ্ন এলাকায় দূষণ বাড়ছে। আগ্রায় দূষণ এতটাই বেড়েছে যে, এদিন আগ্রার তাজমহলের প্রবেশদ্বার থেকে আগ্রাস সৌধ দেখা যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে দিল্লিতে বাতাসের গুণগতমান পৌঁছে গিয়েছিল ৪২৮এ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি