Student Teacher Relationship: ঘটনার চারদিন পর পুলিশ তাদের খুঁজে বের করলে তরুণী জানালেন, তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা এবং তাঁর সন্তানের বাবা ওই কিশোরই। এদিকে এই ঘটনায় রীতিমতো হতবাক পুলিশ।
সেই শিক্ষিকা এবং ছাত্রের সম্পর্ক প্রেমের দিকে গড়ানোর পরেই, তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। জানা যাচ্ছে, এরপর দুই পরিবারের তরফ থেকে নিখোঁজ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেই পুলিশ তাদের খুঁজে বের করে (surat teacher student case।
উল্লেখ্য, তরুণী এবং কিশোর দুজনই শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেছে বলে জানা গেছে। আপাতত প্রাথমিক ডাক্তারি পরীক্ষায় কিশোরের বাবা হওয়ার উপযুক্ত প্রমাণও মিলেছে বলে পুলিশ জানিয়েছে (student teacher love story)।
কিন্তু পুরো ঘটনা শুনে রীতিমতো অবাক পুলিশ! ১৩ বছরের কিশোর নাকি বাবা হতে চলেছে। তার থেকেও অবাক করা বিষয় হল, তাঁর সন্তানের মা হলেন ২৩ বছরের এক তরুণী।
গুজরাতের সুরাটে এই ঘটনাটি রীতিমতো হতবাক করে দিয়েছে জেলা প্রশাসনকে। জানা গেছে, বাড়িতে পড়াতে আসতেন ২৩ বছরের ঐ শিক্ষিকা। তাঁর সঙ্গেই পালিয়ে গেছিল সেই ১৩ বছরের ছাত্র। প্রায় চারদিন পর, ধরা পড়লেন সেই প্রেমিক-প্রেমিকা জুটি (student teacher relationship)।
তারপরেই সেই তরুণী এই বিস্ফোরক দাবি করে বসেন। তিনি বলেন, তারা বহুবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন এবং কিশোরই তাঁর গর্ভে থাকা সন্তানের একমাত্র বাবা। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ডায়েরির সূত্র ধরে তদন্তে নেমে খুঁজে বের করা হয় তাদের।
আর পুলিশের জেরায় সেই কিশোরও শিক্ষিকার সঙ্গে শারীরিক সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছে। পুলিশের মতে, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা জানাচ্ছে, ওই নাবালক বাবা হওয়ার জন্য উপযুক্ত।
ভাবা যায়? একজন ১৩ বছরের কিশোরের সঙ্গে ২৩ বছরের তরুণী পালিয়ে যাচ্ছে। অবশ্য কথায় আছে, প্রেম কোনও বয়স মানে না। এদিকে এই ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গেছে সুরাট।
সম্পর্কে সেই তরুণী ছিলেন কিশোরের গৃহশিক্ষিকা। বাড়িতে পড়াতে এসেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর তারপরই দুজনে একসঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। এরপর তাদের খুঁজে না পেয়েই দুই পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ জানানো হয়।
তারপর পুলিশ তদন্ত শুরু করে চারদিনের মাথায় তাদের সন্ধান পায়। জিজ্ঞাসাবাদ শুরু হতেই তরুণীর কথা শুনেই চোখ কপালে উঠে যায় পুলিশ আধিকারিকদের। তিনি নাকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং তাঁর সন্তানের বাবা ওই ১৩ বছরের ছাত্র।
জানা যাচ্ছে, তরুণী এবং কিশোর দুজনই শারীরিক সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।