Viral Video: মাস্টারকে জুতো পেটা করে স্কুল ছাড়া করল ছাত্ররা, দেখুন সেই ভাইরাল ভিডিও

Published : Mar 30, 2024, 07:14 PM IST
Students chased the teacher with shoes  the video went viral on social media bsm

সংক্ষিপ্ত

ভিডিওটি ছত্তিশগ়ড়ের বস্তার জেলার। এমনিতেই পিছিয়ে পড়া জেলাগুলির তালিকায় রয়েছে এটি। মাওবাদী অধ্যুষিতে জেলাগুলির মধ্যে একটি। সেখানেই এমন অবাক করা কাণ্ড। শিক্ষকরে জুতো নিয়ে তাড়া করছে একদল পড়ুয়া। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভয়ঙ্কর দৃশ্য। মাস্টার মাশাইকে তাড়া করেছে একদল পড়ুয়া। কেউ হাতে জুতো নিয়ে ছুটছে। কেউ আবার মাস্টারমশাইকে জুতো ছুঁড়ে মারছে। তবে পড়ুয়াদেক বয়স খুব একটা বেশি নয়। দেখে মনে হচ্ছে প্রাথমিকের গণ্ডি তারা পার হয়নি। ভি়ডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে।

ভিডিওটি ছত্তিশগ়ড়ের বস্তার জেলার। এমনিতেই পিছিয়ে পড়া জেলাগুলির তালিকায় রয়েছে এটি। মাওবাদী অধ্যুষিতে জেলাগুলির মধ্যে একটি। সেখানেই এমন অবাক করা কাণ্ড। শিক্ষকরে জুতো নিয়ে তাড়া করছে একদল পড়ুয়া। দেখুন ভিডিওটিঃ

 

 

স্থানীয়দের অভিযোগ নিত্যদিন মত্ত অবস্থায় স্কুল আসেন সংশ্লিষ্ট শিক্ষক। পড়ানোর পরিবর্তে কোনও দিন মদের নেশায় চুর হয়ে ঝিমিয়ে পড়ে। কোনও কোনও দিন আবার ছাত্রদের গালিগালোজ করে। তাতে রীতিমত অতিষ্ট হয়ে উঠেছিল ছাত্রদের প্রাণ। সম্প্রতি একদল ছাত্র মাস্টারমশাইকে জব্দ করার জন্য উঠেপড়ে লাগে। সেই দিনই ছাত্ররা মাস্টার মশাই স্কুল চত্বরে ঢোকা মাত্রই রুখে দাঁড়ায়। মোটরবাইকে চড়ে স্কুলে ঢোকা মাত্র তাড়া করে। প্রায় জুতো পেটা করতে করতে স্কুল ছাড়া করে। গত সপ্তাহে এই ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে এক প্রত্যক্ষদর্শী। স্থানীয় এক বাসিন্দারই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপলোড করে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই ভিডিওটি ২২ হাজারেরও বেশি ভিউ অর্জন করেছে। স্থানীয় এক বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় বলেছেন, শিক্ষক রোজদিনই স্কুলে মদ খেয়ে আসত। স্কুলে এসে ছাত্রদের ওপর অত্যাচার করত। সেই কারণেই পড়ুয়ারা রুখে দাঁড়িয়েছে। অভিযোগ জানান হয়েছে জেলা স্তরেও। জেলা কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে। 

 

PREV
click me!

Recommended Stories

জেনে নিন আজ শহরের ডিজেল ও পেট্রোলের দাম কত
Iqra Choudhary : 'তোষণের নামে মুসলিমদের টার্গেট করা হচ্ছে' সংসদে ইকরা চৌধুরীর হুঙ্কার!