প্রতি বছর এই গরমের দাবদাহের মধ্যে বাচ্চাদের স্কুল যাওয়া দায় হয়ে যায়। সে কারণে বছরের নির্দিষ্ট সময় থাকে স্কুল ছুটি।
শুধু এই রাজ্যে নয়। ভারতের প্রায় সব কয়টি রাজ্যের স্কুলেই পড়ে গরমে ছুটি। প্রায় ২০ থেকে ৩০ দিন মতো বন্ধ থাকে স্কুল।
এই বছর গরমের কারণে বাংলায় ৯ মে থেকে শুরু হয়েছে গরমের ছুটি। প্রথমে ১২ মে স্কুল ছুটির কথা থাকলেও তা এগিয়ে গিয়ে হয় ৯ মে।
এদিকে ২ জুন থেকে খুলেছে স্কুল। তারপর যদিও নানান জটিলতা দেখা দেয়। মাঝে ২ দিনের জন্য স্কুল বন্ধ হয়েছিল।
অন্যান্য রাজ্যের পরিস্থিতিও খানিক এক রকম। কোথাও এপ্রিলের শেষে ছুটি পড়েছে তো কোথাও মে মাসের মাঝামাঝি।
কোনও কোনও রাজ্যে ছুটির পর স্কুল শুরু হয়ে গিয়েছে তো কোথাও এখনও চলছে ছুটি।
এবার ফের ২ দিন ছুটি বেড়ে গেল রাজ্যে। ১৮ জুন স্কুল খোলার কথা ছিল। তার পরিবর্তে ২০ জুন স্কুল খুলবে। এমনই জানানো হয়েছে শিক্ষা দফতরের পক্ষ থেকে।
…জারি করা নির্দেশাবলীর আংশিক পরিবর্তন করে, আপনাদের জানানো যাচ্ছে যে স্কুলগুলো পুনরায় খোলার তারিখ ১৮.০৬.২০২৫ -র পরিবর্তে ১০.০৬.২০২৫ খুলবে।
প্রসঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং প্রাক বিদ্যালয় থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রাজ্যের স্কুলগুলো ২৩ এপ্রিল থেকে ছুচি শুরু হয়েছিল।
সদ্য এই সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। সেখানে ২০ জুন থেকে খুলবে স্কুলগুলো। ফলে খুশির হাওয়া ছাত্রছাত্রীদের মধ্যে
এদিকে সদ্য পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে বেড়েছে গরমের ছুটি। সেখানেও জুনের শেষ দিকে খুলবে স্কুলগুলো।
এখন আবার ছুটি বাড়ল ওড়িশার স্কুলের। ২ দিন ফের বাড়ল গরমের ছুটি।
Sayanita Chakraborty