UPI-এর মাধ্যমে এবার লেনদেনে লাগবে মাত্র ১০-১৫ সেকেন্ড। আগে লাগত ৩০ সেকেন্ড।
510
ভেরিফাই-এর সময়
শুধু লেনদেন নয়, UPI আইডি ভেরিফাই করার সময়ও কমানো হয়েছে। আগে যার জন্য লাগত ১৫ সেকেন্ড। এখন লাগছে মত্র ১০ সেকেন্ড।
610
আরও বদল আসবে
তবে UPI লেনদেনের গতি বাড়িয়েই শেষ হচ্ছে না কার্যক্রম। আরও বদলাবে UPI-এর নিয়ম। এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে তাও জানা যাবে UPI অ্যাপে। এতদিন ব্যাঙ্ক অ্যাকউন্ট ব্যালেন্স যত বার ইচ্ছে জানা যেত।
710
ব্যালেন্স জানার নতুন নিয়ম
এবার থেকে UPI অ্যাপে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যাঙ্ক অ্য়াকাউন্টের টাকা জানা যাবে।
810
UPI নির্ভরশীলতা
বর্তমানে ভারতে সাধারণ মানুষের মধ্যে UPI নির্ভরতা বাড়ছে। প্রতিদিন UPIএর মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়।
910
সিস্টেমের চাপ কমাতে উদ্যোগ
বর্তমানে একসঙ্গে অনেক মানুষ একসঙ্গে UPI লেনদেন করেন। তাতে সিস্টেমের ওপর চাপ বাড়ে। তাতে লেনদেনে সমস্যা বাড়ে।
1010
উদ্যোগ মোদী সরকারের
ইউপিআই লেনদেনে অনেক সময়ই সার্ভার ডাউন হয়ে যায়, টাকা আটকে যায়, এজতীয় সমস্যা দূর করতে এবার উদ্যোগী হচ্ছে মোদী সরকার।