মাত্র ১০ সেকেন্ডেই লেনদেন সারা! আজ থেকে বদলে গেল UPI লেনদেনের নিয়ম

Published : Jun 16, 2025, 09:51 PM ISTUpdated : Jun 16, 2025, 09:52 PM IST

UPI transactions: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া বা এনপিসিআই জানিয়েছেন, সোমবার ১৬ জুন থেকেই ভারতে UPI লেনদেনের ক্ষেত্রে গতি বৃদ্ধি পাচ্ছে। 

PREV
110
UPI লেনদেন

UPI বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস লেনদেন অর্থাৎ ডিজিটাল লেনদেন। ভারতে এই ক্যাসলেস লেনদেন যথেষ্ট জনপ্রিয়।

210
আজ থেকে বদল

আজ থেকে আরও দ্রুত আর সহজ হয়ে গেল UPI লেনদেন। আগের তুলনায় এবার থেকে অনেক কম সময় লাগবে।

310
ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া বা এনপিসিআই জানিয়েছেন, সোমবার ১৬ জুন থেকেই ভারতে UPI লেনদেনের ক্ষেত্রে গতি বৃদ্ধি পাচ্ছে।

410
গতিবৃদ্ধি

UPI-এর মাধ্যমে এবার লেনদেনে লাগবে মাত্র ১০-১৫ সেকেন্ড। আগে লাগত ৩০ সেকেন্ড।

510
ভেরিফাই-এর সময়

শুধু লেনদেন নয়, UPI আইডি ভেরিফাই করার সময়ও কমানো হয়েছে। আগে যার জন্য লাগত ১৫ সেকেন্ড। এখন লাগছে মত্র ১০ সেকেন্ড।

610
আরও বদল আসবে

তবে UPI লেনদেনের গতি বাড়িয়েই শেষ হচ্ছে না কার্যক্রম। আরও বদলাবে UPI-এর নিয়ম। এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে তাও জানা যাবে UPI অ্যাপে। এতদিন ব্যাঙ্ক অ্যাকউন্ট ব্যালেন্স যত বার ইচ্ছে জানা যেত।

710
ব্যালেন্স জানার নতুন নিয়ম

এবার থেকে UPI অ্যাপে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যাঙ্ক অ্য়াকাউন্টের টাকা জানা যাবে।

810
UPI নির্ভরশীলতা

বর্তমানে ভারতে সাধারণ মানুষের মধ্যে UPI নির্ভরতা বাড়ছে। প্রতিদিন UPIএর মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়।

910
সিস্টেমের চাপ কমাতে উদ্যোগ

বর্তমানে একসঙ্গে অনেক মানুষ একসঙ্গে UPI লেনদেন করেন। তাতে সিস্টেমের ওপর চাপ বাড়ে। তাতে লেনদেনে সমস্যা বাড়ে।

1010
উদ্যোগ মোদী সরকারের

ইউপিআই লেনদেনে অনেক সময়ই সার্ভার ডাউন হয়ে যায়, টাকা আটকে যায়, এজতীয় সমস্যা দূর করতে এবার উদ্যোগী হচ্ছে মোদী সরকার।

Read more Photos on
click me!

Recommended Stories