Published : May 26, 2025, 09:31 AM ISTUpdated : May 26, 2025, 05:00 PM IST
Summer Vacation: ৩১ মে থেকে কেরালায় স্কুল খুলছে। দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ অন্যান্য রাজ্যেও জুন মাসে স্কুল খোলা হবে। জেনে নিন কোন রাজ্যে কবে পর্যন্ত বন্ধ থাকছে স্কুল।
কিন্তু, বর্তমানে কোনও রাজ্যে ৪৬ দিন তো কোনও রাজ্যে ৬০ দিন পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়ে থাকে।
510
এবার সেই গরমের ছুটি শেষে স্কুল খোলার পালা। ৩১ মে পর্যন্ত ছুটি। ফলে ১ জুন থেকে খুলছে স্কুল।
610
জানা গিয়েছে, ১ জুন থেকে স্কুল খুলবে কেরালায়। সেখানে ১ এপ্রিল থেকে স্কুলের গরমের ছুটি শুরু হয়েছে। তা এবার শেষের পথে।
710
তেমনই দিল্লিতে গরমের ছুটি ১১ মে থেকে শুরু হয়েছে। চলবে ৩০ জুন পর্যন্ত। উত্তর প্রদেশে গরমের ছুটি ২০ মে থেকে শুরু হয়েছে। চলবে ৩০ জুন পর্যন্ত।
810
রাজস্থানে গরমের ছুটি ১৫ মে থেকে শুরু হয়েছে। চলবে ৩০ জুন পর্যন্ত। পাঞ্জাবে গরমের ছুটি ২৫ মে থেকে শুরু হয়েছে। চলবে ১ জুলাই পর্যন্ত।
910
মধ্যপ্রদেশে গরমের ছুটি ১০ মে থেকে শুরু হয়েছে। চলবে ২০ জুন পর্যন্ত। বিহারে গরমের ছুটি ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। হরিয়ানায় গরমের ছুটি ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত।
1010
তেলেঙ্গানায় গরমের ছুটি ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে ১১ জুন পর্যন্ত। তামিলনাড়ুতে গরমের ছুটি ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে ২ জুন পর্যন্ত। কেরলায় গরমের ছুটি ১ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে ৩১ মে পর্যন্ত।