Summer Vacation: গরমের ছুটি শেষের পথে, ১ জুন থেকে খুলছে স্কুল, বিশেষ বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের

Published : May 26, 2025, 09:31 AM ISTUpdated : May 26, 2025, 05:00 PM IST

Summer Vacation:  ৩১ মে থেকে কেরালায় স্কুল খুলছে। দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ অন্যান্য রাজ্যেও জুন মাসে স্কুল খোলা হবে। জেনে নিন কোন রাজ্যে কবে পর্যন্ত বন্ধ থাকছে স্কুল।

PREV
110

ক্রমে বাড়ছে গরমের তীব্রতা। প্রতি বছরই গরম যেন রেকর্ড গড়ছে।

210

এই গরমের সময় স্কুল করা দায় হয়ে দাঁড়ায় বাচ্চাদের। গরমের কারণে তাদের শারীরিক জটিলতা দেখা দেয়।

410

কিন্তু, বর্তমানে কোনও রাজ্যে ৪৬ দিন তো কোনও রাজ্যে ৬০ দিন পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়ে থাকে।

510

এবার সেই গরমের ছুটি শেষে স্কুল খোলার পালা। ৩১ মে পর্যন্ত ছুটি। ফলে ১ জুন থেকে খুলছে স্কুল।

610

জানা গিয়েছে, ১ জুন থেকে স্কুল খুলবে কেরালায়। সেখানে ১ এপ্রিল থেকে স্কুলের গরমের ছুটি শুরু হয়েছে। তা এবার শেষের পথে।

710

তেমনই দিল্লিতে গরমের ছুটি ১১ মে থেকে শুরু হয়েছে। চলবে ৩০ জুন পর্যন্ত। উত্তর প্রদেশে গরমের ছুটি ২০ মে থেকে শুরু হয়েছে। চলবে ৩০ জুন পর্যন্ত।

810

রাজস্থানে গরমের ছুটি ১৫ মে থেকে শুরু হয়েছে। চলবে ৩০ জুন পর্যন্ত। পাঞ্জাবে গরমের ছুটি ২৫ মে থেকে শুরু হয়েছে। চলবে ১ জুলাই পর্যন্ত।

910

মধ্যপ্রদেশে গরমের ছুটি ১০ মে থেকে শুরু হয়েছে। চলবে ২০ জুন পর্যন্ত। বিহারে গরমের ছুটি ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। হরিয়ানায় গরমের ছুটি ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত।

1010

তেলেঙ্গানায় গরমের ছুটি ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে ১১ জুন পর্যন্ত। তামিলনাড়ুতে গরমের ছুটি ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে ২ জুন পর্যন্ত। কেরলায় গরমের ছুটি ১ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে ৩১ মে পর্যন্ত।

Read more Photos on
click me!

Recommended Stories