শেষ গরমের ছুটি! ২ জুন থেকে খুলে যাচ্ছে স্কুল, বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করে দিল রাজ্য
এখনও কমেনি গরম। তবে গরমের ছুটি শেষের পথে। কার্যত বিজ্ঞপ্তি দিয়ে স্কুল খোলার কথা ঘোষণা করে দিল রাজ্য। কবে খুলছে স্কুল! তারিখও জানিয়ে দিল রাজ্য সরকার। নতুন শিক্ষাবর্ষের জন্য পাঠ্যপুস্তক ছাপানো এবং স্কুলে পাঠানোর কাজ চলছে। দেখে নিন বিস্তারিত।

গরমের ছুটি নিয়ে বিরাট খবর! বড় খবর স্কুল পড়ুয়া ও অভিভাবকদের জন্য।
শেষ হয়ে এল রাজ্যের সরকারি স্কুলগুলোর গরমের ছুটি। হ্যাঁ ঠিকই শুনেছেন। কবে খুলছে স্কুল? ফাইনাল তারিখ জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।
২ জুন স্কুল খোলার ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে। বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করে দিয়েছে সরকার।
তীব্র গরমের কারণে গ্রীষ্মকালীন ছুটি বাড়ানো হতে পারে বলে ছাত্রছাত্রীরা আশা করেছিল। কিন্তু এবার অভূতপূর্বভাবে এবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ফলে কিছু জেলায় গরমের প্রকোপ কমেছে।
২৭ জুন থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু শুরু হবে বলেও জানানো হয়েছে। এর ফলে গরম কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই পরিকল্পনা অনুযায়ী স্কুল খোলা হবে বলে জানা গেছে। প্রাথমিক শিক্ষা অধিকর্তা নির্দেশ দিয়েছেন যে ২ জুন থেকে স্কুল খোলা হবে।
স্কুল খোলার জন্য প্রস্তুতি নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য প্রয়োজনীয় ৯৯% বই ইতিমধ্যেই ছাপা হয়ে গেছে বলে পাঠ্যপুস্তক ও শিক্ষা কর্পোরেশন জানিয়েছে। স্কুলে বই পাঠানোর কাজ দ্রুত গতিতে চলছে। স্কুল খোলার প্রথম দিন থেকেই ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে স্কুল শিক্ষা বিভাগ।
তামিলনাড়ুতে প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে স্কুলের বার্ষিক পরীক্ষা শেষে গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়। সেই অনুযায়ী, এ বছর ২৪ এপ্রিল থেকে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছিল।
এরপর ২ জুন স্কুল খোলার ঘোষণা করে তামিলনাড়ু সরকার। টানা ৪০ দিনের ছুটিতে ছাত্রছাত্রীরা আনন্দে মেতে ওঠে। তবে এবার স্কুলে ফেরার পালা।

