Summer Vacation: ১৬ জুন থেকে খুলছে রাজ্যের স্কুলগুলো, বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর, জেনে নিন বিস্তারিত

Published : May 30, 2025, 07:08 AM IST

Summer Vacation: গরমের ছুটি নিয়ে বারবার বদল আসায় ধোঁয়াশা তৈরি হয়েছে। স্কুল খোলার তারিখ নিয়ে নানান জল্পনা-কল্পনা চলছে। বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন সময়ে স্কুল খোলার খবর পাওয়া যাচ্ছে।

PREV
112

গরমের ছুটি নিয়ে বারে বারে এসেছে বদল। জারি হয়েছে নতুন নতুন বিজ্ঞপ্তি।

212

এবছর অন্যান্য বছরের তুলনায় গরম বেড়েছে। যে কারণে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ হয়ে গিয়েছে।

312

তেমনই স্কুল খোলার সময়ও হচ্ছে দোলাচল। বর্তমানে বিভিন্ন রাজ্যে বর্ষা ঢুকেছে। যা নিয়ে চলছে প্রাকৃতিক দুর্যোগ। এই সময় স্কুল খুলবে কি না তা নিয়ে প্রশ্ন সকলের মনে।

412

এদিকে সোশ্যাল মিডিয়া ভরে নিয়েছে নানান পোস্টে। অধিকাংশই দাবি করেছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ছে ছুটি।

512

এবার গরমের ছুটি নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য। জানা গিয়েছে ছুটি থাকছে ১৫ জুন পর্যন্ত।

612

এবছর ১৬ জুন সোমবার থেকে খুলবে সকল স্কুল। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এমনটাই।

712

১৬ জুন থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। সে রাজ্যে ২০ মে থেকে শুরু হয়েছিল গরমের ছুটি। প্রায় ২ মাস বন্ধ ছিল স্কুল।

812

এদিকে বাংলায় সকল স্কুল খোলার কথা ২ জুন থেকে। কিন্তু, হঠাৎ নিম্নচাপের কারণে শুরু হয়েছে দুর্যোগ। যার ফলে অনেকেরই আশা বাড়বে ছুটি।

912

তবে, বাংলায় আপাতত ছুটি বৃদ্ধি নিয়ে নতুন কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। প্রসঙ্গেত ৯ মে থেকে বাংলায় শুরু হয়েছে গরমের ছুটি।

1012

এদিকে উত্তর প্রদেশে স্কুল খুলবে ৩০ জুন থেকে। রাজস্থানে স্কুল খুলছে ১৬ জুন থেকে।

1112

পঞ্জাবে স্কুল খুলবে ৩০ জুন থেকে। হরিয়ানাতেরও স্কুল খুলবে একই দিনে।

1212

মহারাষ্ট্র এবং গুজরাটে স্কুল খোলার কথা ৯ জুন এবং ৪ জুন থেকে। তেমনই দিল্লিতে স্কুল খোলার কথা ৩০ জুন থেকে।

Read more Photos on
click me!

Recommended Stories